মনোনেশ দাস :ফুলবাড়ীয়ায় খুন একজনের মৃত্যুদণ্ড । ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় একটি হত্যা মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড ও তার ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে । আজ সোমবার বিকালে দণ্ডিতদের উপস্থিতিতে ময়মনসিংহের ৪র্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জহিরুল কবীর এ রায় ঘোষণা করেন।
আদালত পুলিশ পরিদর্শক শহীদ শুকরানা মামলার বরাত দিয়ে জানান, ফুলবাড়ীয়া উপজেলার রামনগর ইউনিয়নের চাইটারপাড় গ্রামের কৃষক আব্দুল হাকিমের (৬০) সঙ্গে এক কাঠা জমি নিয়ে একই গ্রামের আইয়ুব আলী বেপারীর দুই ছেলে আজিজুল হক ও দুলাল মিয়ার বিরোধ ছিল।
এর জেরে ২০০৫ সালের ১৪ মে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আব্দুল হাকিমকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুই সহোদর আজিজুল ও দুলাল।
এ ঘটনায় নিহতের ছোট ভাই জালাল উদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
EmoticonEmoticon