টাঙ্গাইলে নদীচর পরিদর্শন


টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে ব্রিটিশ ও অস্ট্রেলিয়ার হাই কমিশনারের যমুনার চর পরিদর্শন । টাঙ্গাইলে ভূঞাপুর যমুনা নদী বেষ্টিত উপজেলার গাবসারার চর পরিদর্শন করেছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন ও অস্ট্রেলিয়ার হাই কমিশনার এইচ.ই মি. গ্রেগ উইলকক। সোমবার দুপুরে চর জীবিকায়ন প্রকল্পের (সিএলপি) কার্যক্রম দেখতে তারা এ পরিদশর্নে যান। জানা গেছে, চর জীবিকায়ন প্রকল্পের (সিএলপি) আওতাধীন উপজেলার গাবসারা ইউনিয়নের রুলীপাড়া ও পুংলীপাড়ার হতদরিদ্র মানুষদের বাড়ির ভিটে উঁচুকরণ, গরু বিতরণ, টিউবওয়েল ও স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরির প্রকল্প দেখতে যান ব্রিটিশ ও অস্ট্রেলিয়ার হাই কমিশনাররা। তাঁরা চরের মানুষদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন, ভূঞাপুর নির্বাহী কর্মকর্তা মো. হেলালুজ্জামান সরকার, গোপালপুর সার্কেলের এএসপি মো. আবুল হাসনাত, সিএলপির প্রজেক্ট পরিচালক এম এ মতিন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শাসওয়াটি বিপ্লব, ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, ফজলুল কবির প্রমুখ।
Previous
Next Post »
Powered By Blogger