নান্দাইলে শিশু বলাৎকার


মনোনেশ দাস : নান্দাইলে শিশু বলাৎকার । নান্দাইলে শিশু নির্যাতনকারী গ্রেফতার । ময়মনসিংহে নান্দাইল থানা পুলিশ আজ সোমবার সুমন মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে । তার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগে মামলা রয়েছে । গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ । দায়ের করা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। মামলাটি দায়ের করেছেন শিশুর বাবা মো. শহীদ মিয়া। থানা পুলিশ , ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, নান্দাইল পৌরসভাধীন চণ্ডীপাশা এলাকার মৃত সুরুজ আলীর পুত্র সুমন মিয়া(৩২) গত শনিবার প্রতিবেশী ঐ শিশুকে ( বয়স ৭) ফুসলিয়ে একটি ঘরে নিয়ে বলাৎকার করে। এতে শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে । গুরুতর অবস্থায় তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটে । কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকলে কলেজ হাসাপাতালের শিশু বিভাগে নেওয়ার পরামর্শ দেন। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) সৈয়দ আবদুল্লাহ্ ঘটনার সত্যতা স্বীকার করেছেন ।
Previous
Next Post »
Powered By Blogger