ভালুকায় পুলিশ কর্তার আত্নহত্যা চেষ্টা


মনোনেশ দাস : ময়মনসিংহে ভালুকায় । ভালুকা মডেল থানার এ,এস,আই আবু সালেহ আহাম্মেদ নয়ন গতকাল রবিবার রাত ৯টা সময় ভালুকা মডেল থানায় ডিউটি অফিসার হিসাবে কর্মরত থাকা অবস্থায় বিষপান করে আতœহত্যা করার চেষ্টা করে। কুমার নয়ন কি কারণে বিষপান করেছে তা এখনো জানাযায়নি। তার বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায়। জানা যায়,নয়ন ভালুকা মডেল থানায় কর্মরত থাকা অবস্থায় সার্বক্ষণিক সময় মাদক আসক্ত থাকতো। ঘটনার রাতে ভালুকা বাজার থেকে বিষ কিনে নিয়ে থানা ভেতরে বিষপান করে। এ সময় তার সহকর্মীরা খোঁজ পেয়ে তাকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরী বিভাগের কর্তব্যরত ডা:আব্দুল্লাহ নল দিয়ে পেট থেকে প্রচুর বিষ বের করেন। আধা ঘন্টা তাঁর পেট থেকে বিষ বের করার পর আশংকা জনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অবিবাহিত নয় কি কারণে বিষপান করেছেন তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে তিনি সব সময় সার্বক্ষণিক নেশা গ্রস্থ থাকায় মানসিক চাপে এমনটি ঘটিয়েছেন। নয়নের পিতা পুলিশের কস্টেবল মৃত আব্দুল মালেক ভালুকা থানায় কর্মরত ছিলেন। রাত ৮টায় নয়ন থানায় ডিউটি অফিসার হিসাবে যোগদান করার পরই বিষপান করেন। ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের কর্মরত ডাক্তার বলেন,আমাদের সাধ্যমত এ,এস,আই নয়নকে চিকিৎসা দেয়ার পর তার কোন উন্নতি না হওয়ায় জরুরী ভিত্তিতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি শংকামুক্ত নয়। বর্তমানে নয়ন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিওতে চিকিৎসাধিন রয়েছেন।+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=ভালুকা প্রতিপক্ষের হামলায় যুবলীগের নেতা সহ ৫জন আহত +++++++++++++রবিবার রাতে ভালুকা মডেল থানার সামনে প্রতিপক্ষের হামলায় যুবলীগের সদস্য,তার শ্বশুর,শ্বাশুড়ি সহ ৫জন আহত হয়েছেন। জানা যায়,ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালী গ্রামের আবুল কালাম খানের ছেলে জুলফিকার গত রবিবার সকালে মেদুয়ারী ইউনিয়ন যুবলীগের সদস্য লোকমান হেকিমের চাচা শ্বশুর মোখলেছুর রহমানের জমি থেকে মাটি কেটে বাঁধ দেয়ার সময় তার চাচী শ্বাশুড়ি শাহিনুর বেগম বাঁধা দিতে গেলে আবুল কালামের ৩ছেলে জুলফিকার,জিল্লুর রহমান ও আরাফত খান তাঁকে পানিতে ফেলে মারধোর করে। এ ঘটনায় লোকমান হেকিমের চাচা শ্বশুরের পক্ষ হয়ে সন্ধ্যায় ভালুকা থানায় একটি অভিযোগ নিয়ে আসে। অভিযোগ দিয়ে থানা থেকে বের হয়ে মাত্র কয়েক গজ দূরে ঢাকা ময়মনসিংহ মহা সড়কের উপরে উঠা মাত্রই আবুল কালামের ছেলেরা লাঠি সোটা নিয়ে তাদের উপর হামলা করে এতে লোকমান হেকিম(৩০),তার শ্বশুর মোর্শেদ আলম(৫৮),মোখেলেছুর রহমান (২৮) ও রমজান আলী(৬৩) আহত হন। মাথায় জখম রক্তাক্ত অবস্থায় লোকমান হেকিমকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গ,জুলফিকার তার চাচা আজহারকে খুনের অভিযোগে ৩বছর হাজত খেটে গত ২মাস পূর্বে জামিনে জেল থেকে বের হয়। ভালুকা মডেল থানা অফিসার্স ইনচার্জ গোলাম সারোয়ার নয়নে বিষপানে বিষয়টি নিশ্চত করেলেও কী কারণ বলতে পারেন নি। +++++++++++++++++++++++++ ভালুকায় বজ্রপাতে নিহত গৃহবধু +++++++++++++++++++++++++++ ময়মনসিংহে ভালুকায় বজ্রপাতে সালেহা খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে উপজেলার মেদুয়ারী গ্রামে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিকালে উপজেলার মেদুয়ারী গ্রামের কুচিলাতলা পাড়ার আব্দুল খালেক মিয়ার স্ত্রী সালেহা খাতুন তার বসতঘরের বারান্দায় বসে ধানের কাজ করছিলেন। এ সময় বৃষ্টিপাতের একপর্যায়ে বজ্রপাত ঘটলে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে জ্বলছে যায়। আশঙ্কাজনক অবস্থায় সালেহাকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত সালেহা খাতুন পাঁচ সন্তানের জননী বলে পরিবারের লোকজন জানান।
Previous
Next Post »
Powered By Blogger