মনোনেশ দাস, ২৮মে, বৃহস্পতিবার , ২০১৫ : ফুলবাড়ীয়ায় নিরাপদ মাতৃত্ব দিবস পালন । ২৮মে, বৃহস্পতিবার সারা দেশের ন্যায় এবারেও দিবসটি যথাযথ ভাবে পালন করা হয় । এবারের প্রতিপাদ্য বিষয় ”প্রতিটি জন্মই হোক পরিকল্পিত, প্রতিটি প্রসবই হোক নিরাপদ”।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবকলি প্রকল্প এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক যৌথভাবে ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা, রাধাকানাই, পুটিজানা ও এনায়েতপুর ইউনিয়নে পৃথকভাবে কর্মসূচী পালিত হয়। প্রথমে র্যালী ও পরে আলোচনা পর্বে অংশগ্রহণ করেন নবকলি প্রকল্প এবং স্ব স্ব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং এলাকার গর্ভবতী ও প্রসূতী মা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
আলোচনায় নিরাপদ মাতৃত্বের গুরুত্ব বিষয়ে আলোকপাত করা হয়। একজন গর্ভবতী ও প্রসূতী মায়ের গর্ভকালীন, প্রসব পরিকল্পনা, প্রসব পরবর্তি যত্ন এবং গর্ভকালীন বিপদ চিহ্ন বিষয়ে আলোচিত হয়।
EmoticonEmoticon