মনোনেশ দাস ,২৯ মে, শুক্রবার , ২০১৫ :মুক্তাগাছায় ট্রাক অটো রিকশা সংঘর্ষ আহত ৪ । ময়মনসিংহে মুক্তাগাছায় ট্রাক ও সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন । আজ শুক্রবার ময়মনসিংহ- টাঙ্গাইল - উত্তরবঙ্গ সড়কের মুক্তাগাছা শহরের ঢলুয়াবিল এলাকায় এ ঘটনা ঘটে । আহতদের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । থানা পুলিশ , হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায় , আহতদের মধ্যে সিএনজি অটো রিকশার যাত্রী চক্ষু ডাক্তার হিমেলের অবস্থা আশংকাজনক ।
EmoticonEmoticon