মনোনেশ দাস , ২৮ মে , বৃহস্পতিবার ২০১৫ : ময়মনসিংহে নিরাপদ মাতৃত্ব দিবস পালন ।'প্রসূতি মায়ের যত্ন নিন, মাতৃ মৃত্যু রোধ করুন' এই শ্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার ময়মনসিংহে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয় । ময়মনসিংহ সিভিল সার্জন অফিস ও বেসরকারী সংস্থা সমূহের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা। ময়মনসিংহে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্তর থেকে সিভিল সার্জনের নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন অফিসে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে দিবসটি সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। দিবসটির প্রতিপাদ্য বিষয় “প্রতিটি জন্মই হউক পরিকল্পিত প্রতিটি প্রসব হোক নিরাপদ” এসম্পর্কে বিস্তারিত আলোচনায় অংশনেন সিভিল সার্জন ডা.এ.কে.এম মুস্তফাকামাল, ব্র্যাক এর আঞ্চলিক ব্যবস্থাপক মনিরুজ্জামান, ময়মনসিংহ পৌর সভার সেনেটারী ইন্সপেক্টর দিপক মুজুমদার, জেলা সেনেটারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, জেলা পাবলিক হেলথ্ নার্স কর্মকর্তা আঃ মান্নান, নাইন্দাইলের হেলথ্ ইন্সপেক্টর ওসমানগণি, ই.পি.আই সুপারভাইজার এমদাদ, দৈনিক স্বজন’র স্টাফ রিপোর্টার নাজমুস সাকিব প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র শিক্ষা অফিসার আ:গণি। ------অপরদিকে------অর্গানাইজেশন অব গাইনোকলজি এন্ড অবস্ট্রাক বাংলাদেশের (ওজিএসবি) উদ্যোগে রেনেটার সহযোগিতায় বুধবার সকালে র্যালিটি ময়মনসিংহ মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।পরে হাসপাতালের সম্মেলনকক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফসিউর রহমান, অধ্যক্ষ ডা. মতিউর রহমান, ডা. জিন্নাতুন নূর প্রমুখ।
EmoticonEmoticon