ত্রিশালে ধর্মমন্ত্রী নজরুল সকলের কবি


মনোনেশ দাস, ২৭ মে ,বুধবার ,২০১৫ : ত্রিশালে ধর্মমন্ত্রী নজরুল সকলের কবি । ময়মনসিংহে ত্রিশালে ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সকলের কবি, মানবতার কবি, সকলের প্রাণের কবি। বুধবার জেলা প্রশাসন মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে ত্রিশালে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপরোক্ত কথা বলেন । বক্তব্যে আরো বলেন, নজরুল স্মৃতি কে স্মরণের লক্ষ্যে আগামীতে ত্রিশালে দুটি মসজিদ প্রতিষ্ঠিত করা হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন ফখরুল ইমাম এমপি, ডাঃ এম আমান উল্লাহ এমপি, আলহাজ্ব হাফেজ মোঃ রুহুল আমিন মাদানী (সাবেক এমপি), ত্রিশালের মেয়র এবিএম আনিসুজ্জামান, ত্রিশাল উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদউল্লাহ। এর আগে নজরুল স্মারক বক্তব্যদেন বাংলা একাডেমীর পুরুস্কার প্রাপ্ত কবি হাবিবুল্লাহ সিরাজী। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান স্থলে মটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন মন্তা, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান শাহীন, র‌্যাব-১৪ এএসপি শামীমা আরা বেগম, সিভিল সার্জন একেএম মোস্তাফা কামাল সহ সরকারী ও বেসরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্বে ছিলেন ভিবিষণ কান্তি দাস।
Previous
Next Post »
Powered By Blogger