মনোনেশ দাস, ২৭ মে ২০১৫ , বুধবার : ভালুকায় ছাত্রের মুত্যু । ময়মনসিংহে ভালুকায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১ম শ্রেনীতে পড়ুয়া ছাত্র রাজিব । গতকাল মঙ্গলবার অসাবধানতায় নিজ স্কুল পাখিরচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাঁদ থেকে পড়ে আহত হয় সাত বছর বয়সী রাজিব । ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর রাতে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে ।
জানা যায় ,রাজিবের পিতা সগির হাওলাদার পিরোজপুর জেলার মটবাড়ি উপজেলার উত্তরভেটকী গ্রামের ঢালীবাড়ি মোড় রমজান আলী মাস্টারের বাড়িতে ভাড়ায় থেকে স্থানীয় পিএ নীট কম্পোজিট লিমিটেডে ফিনিশিং কোম্পানীতে কর্মরত ।
EmoticonEmoticon