মনোনেশ দাস, ২৭ মে, ২০১৫, বুধবার :ফুলবাড়ীয়ায় নবকলি । ফুলবাড়ীয়ায় নবকলি প্রকল্পের সদস্যদের বাজারজাত করনে-শিখন বিনিময় । ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ফুলবাড়িয়ায় এ ডি পি,ওয়ার্ল্ড ভিশন-নিউট্রিশন ইনিশিয়েটিভ -নবকলি প্রকল্পের অর্থনেতিক উন্নয়নে উৎপাদনদলের অংশগ্রহনকারী সফল সদস্যদের সবজি উৎপাদনকারী চাষ, বাজার জাত করন ওবিপনন কার্যক্রমের সফলতা সরজমিনে দেখে ও অভিজ্ঞতাআলোচনার মাধ্যমে শিখন - বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে।
নির্বাচিত প্রকল্প এলাকায় বসবাসরত মা এবং ৫ বৎসরের নিচের শিশুদের পুষ্টি সমৃদ্ধ ও স্বাস্থ্যবান করা-ই নবকলি প্রকল্পের লক্ষ্য ।
আজ ২৭ মে, বুধবার ফুলবাড়িয়া উপজেলার বাকতা ডেভেলপমেন্ট সেন্টারওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়িয়া এ ডি পি, নবকলি প্রকল্প সবজি উৎপাদনও বাজার জাত করন পদ্বতি এর উপর ক্রস ভিজিটের মাধ্যমে এক শিখন - বিনিময়ের আয়োজন করে। সবজি উৎপাদন, বাজার জাত করন ও বিপনন কার্যক্রমের সঠিক মূল্য পাওয়াই বাজারজাত করনে-শিখন বিনিময়ের মূলউদ্বেশ্য ।
উক্ত শিখন বিনিময়ে অংশগ্রহন করেন নবকলি প্রকল্পের অর্থনেতিক উৎপাদনদল ও বিপনন কার্যক্রমের সাথে জড়িত ২৫ জন প্রশিক্ষণার্থীসদস্য । অংশগহনকারী প্রশিক্ষণার্থী সদস্যদের কাছ থেকে জানা যায়, সরেজমিনে মাঠ পরিদর্শন ও সফল চাষী বাজার জাত করন ও বিপনন কার্যক্রমের কার্যক্রমের সাথে জড়িত বিপননকারী দের সরাসরি আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সবজি চাষ ও বাজার জাত করন ও বিপনন কার্যক্রমর ব্যবস্থাপনার বিষযে শিখন বিনিময় ঘটে। উক্ত শিখন বিনিময় অংশগগ্রহনকারী প্রশিক্ষণার্থীরাফিরে গিয়ে শিখন সমূহ কাজে লাগানোর পরিকল্পনা গ্রহন করেন। উক্ত কর্মসূচী পরিদর্শনকরেন প্রজেক্ট ম্যানেজারডাঃবুশ্রাআমেনা, পরিচালনাকরেনইকোনোমিক ডেভেলপমেন্ট অফিসার জনাব মোঃ এমদাদুল হকপ্রমূখ।শিখন বিনিময় অংশগগ্রহনকারী প্রশিক্ষণার্থীরা বলেন, শিখন-বিনিময়ের জন্য ক্রস ভিজিট একটি গুরুত্বপূর্ন পদ্ধতি।
EmoticonEmoticon