নান্দাইলে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে


মনোনেশ দাস , বুধবার, ২৭মে, ২০১৫ : নান্দাইলে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে । ময়মনসিংহের নান্দাইলে পৌর এলাকার কাকচরে প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ হয়ে গেছে। আজ বুধবার ঐ ঐলাকার স্কুলছাত্রী সুষ্মিতা(১২) সাথে ময়মনসিংহ শহরের বাসিন্দা ট্রাক ড্রাইভারের বিয়ের আয়োজন চলছিল। নান্দাইল পাইলট বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের এ খবর পেয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মো. শাহানুর আলম ঘটনাস্থলে গিয়ে বিয়েটি বন্ধ করে দেন। দোষ স্বীকার করায় সুষ্মিতার মা মাজেদা বেগমকে(৩৫) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে একশত টাকা অর্থ জরিমানা করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Previous
Next Post »
Powered By Blogger