ত্রিশালে বৈলর স্কুল জলাবদ্ধ


মনোনেশ দাস ,১২ মে ২০১৫ : ত্রিশালে বৈলর স্কুল জলাবদ্ধ । ময়মনসিংহে ত্রিশালে বৈলর সরকারী প্রাইমারী স্কুল জলাবদ্ধ । গত কয়দিনের বৃস্টিতে স্কুল মাঠে স্থায়ী জলাবদ্ধতার কারণে ছাত্র- ছাত্রীদের দুর্ভোগ পোঁহাতে হচ্ছে । মাটি ভরাটের মাধ্যমে জলাবদ্ধতা নিরসণের দাবী ছাত্র- ছাত্রী অভিভাবক মহল ও এলাকাবাসীর । এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ।
Previous
Next Post »
Powered By Blogger