মনোনেশ দাস : ময়মনসিংহে ভূমিকম্প | ময়মনসিংহে ভূমিকম্প | ময়মনসিংহে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আবার ভূমিকম্প হয়েছে। আজ মঙ্গলবার বেলা একটার কিছুক্ষণ পরই এই ভূকম্পন অনুভূত হয়। মুক্তাগাছায় , ময়মনসিংহে ,হালুয়াঘাটে, ফুলপুরে ,ভালুকায়, তারাকান্দ ,নান্দাইলে গৌরীপুরে ঈশ্বরগঞ্জে গফরগাঁওয়ে ত্রিশালে ধোবাউড়ায়
ফুলবাড়ীয়ায় প্রাথমিকভাবে ভূমিকম্পের তীব্রতা ও উৎপত্তিস্থল সম্পর্কে জানা যায়নি। ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। সম্প্রতি দেশে একাধিকবার ভূকম্পন অনুভূত হয়েছে। ভূ-অভ্যন্তরে শিলায় পীরনের জন্য যে শক্তির সঞ্চয় ঘটে, সেই শক্তির হটাৎ মুক্তি ঘটলে ভূ-পৃষ্ঠ ক্ষনিকের জন্য কেঁপে ওঠে এবং ভূ-ত্বকের কিছু অংশ আন্দোলিত হয়। এই রূপ আকস্মিক ও ক্ষনস্থায়ী কম্পনকে ভূমিকম্প (Earthquake) বলে। কম্পন-তরঙ্গ থেকে যে শক্তির সৃষ্টি হয়, তা ভূমিকম্পের মধ্যমে প্রকাশ পায়।
EmoticonEmoticon