মনোনেশ দাস,১১ মে ২০১৫ : হালুয়াঘাটে ব্যবসা বাণিজ্য স্থবির । হালুয়াঘাটে বাণিজ্য । হালুয়াঘাটে বাণিজ্য। হালুয়াঘাটে স্থবিরতা ।
পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল হয়ে পড়েছে ময়মনসিংহের হালুয়াঘাটে স্থলবন্দরসহ সব ব্যবসা-বাণিজ্য। হালুয়াঘাট পরিবহন মালিক সমিতির সঙ্গে বন্দরের কয়লা আমদানিকারক সমিতির নেতাদের দ্বন্দ্বের কারণে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ফলে আমদানিকারকসহ ব্যবসায়ীরা পড়েছেন চরম দুর্ভোগে। এদিকে, কাজ না থাকায় মানবেতর জীবন কাটাচ্ছেন বন্দর ও পরিবহনের হাজারো শ্রমিক।
শ্রমিক ধর্মঘটে অচল হয়ে আছে ময়মনসিংহের হালুয়াঘাট স্থল বন্দর। পরিবহন মালিক সমিতির সঙ্গে কয়লা আমদানীকারক নেতাদের দ্বন্দ্বের জের ধরে গত ২৪ এপ্রিল থেকে অনির্দিস্ট কালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়ন।
এতে কাজ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বন্দরের শ্রমিকরা। দীর্ঘ ১১ মাস বন্ধ থাকার পর গত ২১ এপ্রিল হালুয়াঘাট স্থল বন্দরের কয়লা আমদানী কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরে এসেছিল বন্দরের কয়েক হাজার শ্রমিকের মধ্যে।
দ্বন্দ্বের সুরাহা না হওয়ায় কাজ করতে না পেরে অর্থকষ্টে দিন কাটাচ্ছেন হালুয়াঘাটের পরিবহণ শ্রমিকরাও। এ ধর্মঘটের প্রভাব পড়েছে ব্যবসা-বানিজ্যেও। পরিবহণ সংকটের কারণে মালামাল আনতে না পারায় লোকসানে দিতে হচ্ছে ব্যবসায়ীদের।
এ ধর্মঘটের প্রতিবাদে এর মধ্যেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আমদানীকারক সমিতির নেতারা। দেশের স্বার্থে ধর্মঘট প্রত্যাহারের দাবি জানান তারা।
সব দ্বন্দ্বের অবসান ঘটিয়ে হালুয়াঘাটের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা সবার।
EmoticonEmoticon