মনোনেশ দাস : ১১ মে ,সোমবার : ফুলবাড়ীয়ায় ব্যাংকে প্রতারণাকালে আটক|ফুলবাড়ীয়ায় ব্যাংকে প্রতারণাকালে আটক |গতকাল ইসলামী ব্যাংক ফুলবাড়ীয়া শাখায় ইউপি সদস্যসহ আন্তজেলা ৩ প্রতারককে আটক করেছে ব্যাংক কর্তৃপক্ষ। আটককৃতদের কাছ থেকে নগদ ১ লাখ টাকা উদ্ধার করেছে ব্যাংক শাখা ব্যবস্থাপক।আটককৃতরা হলো, মাদারীপুরের শিবচর উপজেলার শিরুয়ারু ইউনিয়নের ইউপি সদস্য হাসেন আলী (৬০) ,একই উপজেলার পূর্ব কাকইর গ্রামের আরশেদ আলীর পুত্র আবুল কালাম (৫০) ও চর-বাঘমারা গ্রামের আঃ জব্বারের পুত্র আঃ আলিম (৫৩)।ইসলামী ব্যাংক লিমিটেড, ফুলবাড়ীয়া শাখা ব্যবস্থাপক এটিএম শাহারিয়ার হোসেন জানায়, আটককৃতরা স¤প্রতি ফুলবাড়ীয়া ইসলামী ব্যাংক শাখার স্থানীয় ২ জন গ্রাহকের কাছ থেকে ব্যাংক চলাকালীন সময়ে প্রতারনার মাধ্যমে প্রায় লাখ টাকা হাতিয়ে নেয়। ব্যাংকের ভেতরে গ্রাহকদের টাকা প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেয়ার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ে।রবিবার বেলা ১২ টার দিকে প্রতারক চক্রের ৩ সদস্য ইসলামী ব্যাংকের ভেতর প্রতারনার উদ্যেশ্যে অবস্থান নেয়। এ সময় ব্যাংক কতৃপক্ষ ভিডিও ফুটেজ অনুযায়ী সনাক্তকৃত প্রতারকদের ছবি দেখে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। ইসলামী ব্যাংক শাখার এক কর্মকর্তা জানায়, এর আগে আটককৃতদের কিশোরগঞ্জ জেলার ইসলামী ব্যাংকের একটি শাখায় একই অভিযোগে আটক করা হয়েছিল।ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান রাজিব জানায়, থানায় আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
EmoticonEmoticon