মুক্তাগাছা জাতীয় স্যানিটেশন মাস উদ্যাপন


স্টাফ রিপোর্টার,২৮ অক্টোবর : আজ মঙ্গলবার জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মুক্তাগাছার সহযোগিতায় মুক্তাগাছা উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তদের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ হযরত আলী অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন। ইউএনও বাবুল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান, পৌর সভার ১ম প্যানেল মেয়র সোহরাব হোসেন, মুক্তাগাছা এডিপি ম্যানেজার ইউজিন রডিক্স, ডা. হেলেনা আক্তার, জাবেদ ইকবাল, মজিবর রহমান, নায়েব আলী প্রমূখ। র‌্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেয়। সভায় সরকার ঘোষিত ২০১৪ সালের মধ্যে শতভাগ স্বাস্থ্য সম্মত পায়খানা স্থাপন, ব্যবহার ও স্বাস্থ্য পরিচর্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
Previous
Next Post »
Powered By Blogger