মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত


স্টাফ রিপোর্টার :মুক্তাগাছা শহরের আরকে হাই স্কুলের সামনে বাস ও ট্রাকের ধাক্কায় সাব্বির (১২) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছে । পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে আজ রবিবার থানায় নিয়ে এসেছে । গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে । পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , পৌর এলাকার ঈশ্বরগ্রামের বাসিন্দা মোস্তফার পুত্র গ্যারেজের মিস্ত্রি সাব্বির সাইকেল নিয়ে বাড়ি যাওয়ার পথে ইসলাম পরিবহন নামের একটি বাস পাকিং করছিল । এসময় হঠাৎ একটি চলন্ত ট্রাক এলে সাব্বির ধাক্কা খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে । মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান , এ ব্যাপারে মুক্তাগাছা থানায় মামলা হয়েছে ।
Previous
Next Post »
Powered By Blogger