স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়নের কুতুপপুর গ্রামে ঝর্ণা আক্তার (২৮) নামের এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে অভিযোগ পাওয়া গেছে । এব্যাপারে আজ বৃহস্পতিবার মুক্তাগাছা থানায় মামলা হয়েছে । জানা যায়, অভিযোগে প্রকাশ ,জুয়ারী আবুল কালাম টাকার দাবীতে মাঝে মধ্যেই তার স্ত্রী ঝর্ণা আক্তারকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো । এরই ধারবাহিকতায় গত মঙ্গলবার আবুল কালাম লাঠি দিয়ে ঝর্ণাকে বেধরক পেটায় । এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে । গুরুতর জখম অবস্থায় প্রথমে তাকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মচিমহায়)ভর্তি করা হয় । গতকাল বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঝর্ণা আক্তার মৃত্যুর কোল ঢলে পড়ে ।বুধবার লাশ মুক্তাগাছা থানায় আনার পর মচিমহা মর্গে পাঠানো হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে ।
EmoticonEmoticon