মুক্তাগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই । স্টাফ রিপোর্টার : জনস্বাস্থ্যের তোয়াক্কা না করে মুক্তাগাছায় যত্রতত্র অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই ও মাংস বিক্রির অভিযোগ রয়েছে । অভিযোগে প্রকাশ , শহরের আটানী বাজার সংলগ্ন একমাত্র কসাইখানাতেই নেই স্বাস্থ্য সন্মত পশু জবাইয়ের ব্যবস্থা । বাউন্ডারি দেয়াল না থাকায় কসাইখানায় কুকুর বেড়াল , কাকসহ বিভিন্ন পশু পাখি সর্বদা অবস্থান করে । ড্রেনেজ ব্যবস্থা না থাকায় মাটি ,কাদা ,রক্ত ও মাংস সব একাকার হয়ে যায় । অপরদিকে ১০টি ইউনিয়ন ও পৌর এলাকার যত্রতত্র নোংরাস্থানে পশু জবাই ও নর্দমার পাকা স্লাবের উপর , রাস্তার পাশে অথবা মোড়ে মোড়ে মাটির উপর দোকান বসানো হয়েছে । অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই ও মাংস বিক্রি জনস্বাস্থ্যের জন্য হুমকি হলেও কর্তৃপক্ষের কোন নজর নেই ।
ছবি ক্যাপশণ : মুক্তাগাছা (ময়মনসিংহ) অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই
EmoticonEmoticon