ত্রিশালে শিক্ষা অফিসে শিক্ষিকার শ্লীলতাহানি


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে ত্রিশালে উপজেলার ধানিখলা ইউনিয়নের কাটাখালি ওমর আলী হাই স্কুলের সভাপতির পদ মোটা অংকের টাকার বিনিময়ে বেচাকেনা হয়েছে। আর এ নিয়ে উত্তেজনার জেরে ত্রিশাল উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে গতকাল দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা গড়িয়েছে হাতাহাতির পর্যায়ে। শিক্ষক প্রতিনিধির সিগনেচার জোর করে আদায় করেছে সভাপতির লোকজন-সন্ত্রাসী কায়দায়। মাঝে শিক্ষক প্রতিনিধি বিলকিস জাহান হয়েছেন শ্লীলতাহানির শিকার। সন্ত্রাসীরা তাকে প্রকাশ্যে টানা হেচড়া করেছে। এ ঘটনায় গুরুতর অবস্থায় শিক্ষিকাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নং ওয়ার্ডে এনে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ত্রিশাল থানায় একটি মামলা প্রক্রিয়া চলছে। ঘটনায় অভিযোগের তীর নয়েছে নতুন সভাপতি হওয়া শফিকুল ইসলাম শফির দিকে। তিনি সরকারি কর্মকর্তা হয়েও স্কুলের সাথে কোনভাবে জড়িত না থেকেও অবশেষে সভাপতি হয়েছেন। এ জন্য তিনি ত্রিশাল শিক্ষা অফিসে সদলবলে হাঙ্গামা করে জোর পূর্বক শিক্ষক প্রতিনিধির স্বাক্ষর নিতে অপকান্ড ঘটিয়েছেন। অভিযোগ রয়েছে উপজেলা শিক্ষা অফিসার মো: চাঁন মিয়ার বিতর্কিত ভূমিকার। বলা হচ্ছে তার যোগসাজসেই শফিক সভাপতি হয়েছেন। অথচ স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়া নূরুল ইসলাম মেম্বারকে সভাপতি করা হয়নি। এতে তার সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানান। জানা যায়,সভাপতি পদ প্রার্থী ট্রাক ড্রাইভার মোখলেছুর রহমানের সাথে মোট অংকের টাকায় আপস করে বর্তমান সভাপতি হয়েছেন শফি। নির্বাচনের পর দিন কমিটির বৈঠক বসে ত্রিশালে সেখানেই হয়েছে ভয়াবহ গন্ডগোল। এ ব্যাপারে এলাকায় জনমনে ও শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃস্টি হয়েছে।
Previous
Next Post »
Powered By Blogger