ময়মনসিংহে অপহৃত শিশু উদ্ধার অপহরণকারী গ্রেফতার


মনোনেশ দাস : ময়মনসিংহে অপহৃত শিশু উদ্ধার অপহরণকারী গ্রেফতার । ময়মনসিংহের গৌরীপুর থেকে আজ রবিবার গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত শিশু উদ্ধার অপহরণকারী গ্রেফতার করেছে । ডিবি পুশি সূত্রে জানা যায়, গত ১১ মার্চ জেলার ফুলপুর উপজেলার পুড়ারকান্দার বাসিন্দা দুলাল উদ্দিনের তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছাত্র বাবুল হোসেনকে (৯) অপহরণ করা হয় ।এব্যাপারে ফুলপুর থানায় মামলা হয় । মামলা নং ৭ । তাং ১৩/৩/১৬ । আজ ১৩ মার্চ ভোরে ডিবি পুলিশ গৌরীপুর উপজেলার কলতাপাড়ায় অভিযান চালিয়ে অপহৃত শিশু বাবুলকে উদ্ধার এবং অপহরণকারী আলামীন রিফাতকে (২০) পিতা হেলিম , সাং- আচারগাঁও , ঝাওগড়া নান্দাইল গ্রেফতার করা হয় । ডিবির অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী জানান, গ্রেফতারকৃত আলামীন কৌশলে নিজেকে রিফাত হিসাবে ছদ্মনাম ব্যবহার করে ময়মনসিংহ ও তৎসংলগ্ন জেলায় ইতিপূর্বেএও কাধিক শিশু অপহরণ করেছে ।
Previous
Next Post »
Powered By Blogger