মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা১০ মার্চ, ২০১৬ ইং ১৬:০৫ মিঃ
ময়মনসিংহে রিকশাচালক হত্যার ঘটনায় গ্রেফতার ২
ময়মনসিংহে ব্যাটারিচালিত রিকশা চালককে হত্যার ঘটনায় দুইজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের প্রেফতার করা হয়। এসময় আসামিদের বাড়ি থেকে রিকশার চারটি ব্যাটারি ও ইঞ্জিন উদ্ধার করেছে।
আসামিরা হলেন- মোখলেছ আলীর পুত্র স্বপন (২০) এবং সুমন (২৬)।
ময়মনসিংহ ডিবি পুলিশ জানায়, গত ১ মার্চ রাতে ময়মনসিংহ শহরের কাচিঝুলি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক গলগন্ডা ঠাকুরবাড়ির বাসিন্দা হযরত আলীকে (৩৭) হত্যা করে তার রিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। গত ৮ মার্চ মুক্তাগাছার মনতলা এলাকায় অভিযান চালিয়ে কুমারগাতা মধ্যপাড়ার বাসিন্দা আল-আমিনকে গ্রেফতার করে। আল আমিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক আজ স্বপন ও সুমনকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ ডিবির অফিসার ইনচার্জ ইমারত হোসেন জানান, আসামিরা ঘটনার দায় স্বীকার করেছে।
EmoticonEmoticon