মুক্তাগাছায় ধর্মান্তরিত করে বিয়ের পর স্ত্রীকে নির্যাতনের অভিযোগ


মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় ধর্মান্তরিত করে বিয়ের পর যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে । নিরুপায় হয়ে নির্যাতিত গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে প্রকাশ, পৌর শহরের ঈশ্বরগ্রামের বাসিন্দা এ এইচ এম আতাহার আলীর (গোলাপ মাস্টার) পুত্র জিয়াউল হক রাসেলের সাথে আটানী বাজার এলাকার দুলাল চন্দ্র সরকারের মেয়ে সম্পা সরকারের প্রেমের মাধ্যমে বিয়ে হয়। হিন্দু থেকে মুসলমান ধর্মে ধর্মান্তরিত করে সম্পার নাম দেয়া হয় মোছাঃ কানিজ ফাতেমা। বিয়ের পর সম্পার কুলজুড়ে আসে একটি কন্যা সন্তান। যার বর্তমান বয়স ৪ বছর। রাসেল চাকুরি সূত্রে চট্রগ্রামে থাকা অবস্থায় অপর এক মেয়েকে দ্বিতীয় বিয়ে করে তাকে ডিভোর্স দেয়। বেশ কিছুদিন ধরে রাসেল তার স্ত্রী সম্পা সরকার ওরফে কানিজ ফতেমাকে যৌতুক হিসেবে তিন লাখ টাকা দেয়ায় জন্য চাপ দিয়ে আসছে। স্ত্রী সম্পা অপারগতা প্রকাশ করলে রাসেল তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন চালায়। গত ৬ মার্চ শনিবার রাতে রাসেল তার স্ত্রী সম্পাকে ঘুম থেকে ডেকে তুলে ঘরের বাইরে নিয়ে গিয়ে অকথ্য নির্যাতন চালায় । এসময় তার আতর্œচিৎকারে কেউ এগিয়ে আসেনি। পরে তাকে মারধর করে ঘরে আটক করে রাখে । পরদিন রোববার বিকালে খবর পেয়ে তার বাপের বাড়ির লোকজন তাকে উদ্ধার করে। তার সারা শরীরে বেত্রাঘাতের চিহৃ রয়েছে। এ নিয়ে কানিজ ফাতেমা ওরফে সম্পা বাদী হয়ে মুক্তাগাছা থানায় স্বামীর বির্বদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। এব্যাপারে মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজ বুধবার সন্ধ্যায় জানান, অভিযোগ পাওয়া গেছে , বিষয়টি তদন্ত করা হচ্ছে।
Previous
Next Post »
Powered By Blogger