৩৩ বার রক্ত দিয়ে মুক্তাগাছার অপুর রেকর্ড


মনোনেশ দাসএ:কে,এম ফুয়াদ আদনান রহমান (অপু) । বয়স ৩৪। ময়মনসিংহে মুক্তাগাছায় শহরের আটানী বাজার এলাকার বাসিন্দা । বাবা ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো; হাবিবুর রহমান (চানু) । মা মুক্তাগাছা সোনালী ব্যাংকের ম্যানেজার আশরাফুন নাহার (লিলি)। অপু স্বেচ্ছায় ৩৩ বার নিজের রক্ত বিলিয়ে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন । সন্ধানী, কোয়ান্টাম, রেডক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে অংশ নিয়ে আর্ত মানবতার সেবায় অবদান রেখে চলেছেন । অপু ভারতের ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্সে অনার্স ডিগ্রিলাভ করে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন । কর্মজীবনে মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি অনার্স কলেজে খন্ডকালীন শিক হিসাবে কর্মরত থাকার পাশাপাশি একটি কোচিং সেন্টারের পরিচালক । স্বেচ্ছায় রক্ত দিয়েই ান্ত হননি তিনি । স্বেচ্ছায় মরনোত্তর চুও দানের অঙ্গীকার করেছেন । অপু জানান, আর্ত মানবতার সেবাই শুধু নয়, মানুষ আমার কার্যক্রম দেখে উদ্ভুদ্ধ হয়ে আমার মত সমাজের কাজে আতœনিয়োগ করবে এটাই আমার একমাত্র চাওয়া । মুক্তাগাছা (ময়মনসিংহ) : এ,কে,এম ফুয়াদ আদনান রহমান (অপু) (১) স্বেচ্ছায় রক্তদানের কার্ড
Previous
Next Post »
Powered By Blogger