মুক্তাগাছায় ডিজিটাল গণশুনানি

মনোনেশ দাস :ময়মনসিংহে মুক্তাগাছায় শুরু হলো দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ডিজিটাল গণশুনানি। রোববার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সিং সিস্টেম উদ্বোধন করেন দুদক কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দীন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত স্থানীয় সরকারি কর্মকর্তা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সঙ্গে দুদকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মতবিনিময় করা হয়। আর এখন থেকে আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন জেলা ও থানায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণশুনানি করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ড. নাসিরউদ্দীন আহমেদ বলেন, ‘দুদক দুর্নীতি প্রতিরোধে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে সচেষ্ট আছে। সংবিধান অনুযায়ী সব সময় জনগণের সেবা করার চেষ্টাই প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজ। সিটিজেন চার্টার অনুযায়ী মানুষ কতটুকু সরকারি সেবা পাচ্ছে তা গণশুনানির মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণশুনানি কার্যক্রম আরও গতিশীল করা হবে।’ এসময় তিনি দুর্নীতিমুক্ত স্বাস্থ্য, শিক্ষা, ভূমি, বিদ্যুৎসহ অন্যান্য সেবা দেয়ায় ব্যর্থ কর্মকর্তাদের গণশুনানির মাধ্যমে জনগণের মুখোমুখি করা হবে বলেও জানান। ভিডিও কনফারেন্সের অপরপ্রান্তে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. সৈয়দা উম্মে আফসারী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানসহ দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন। মুক্তাগাছা থেকে দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ভিডিও কনফারেন্সে জানান, ২০১৪ সালের ডিসেম্বর মাসে মুক্তাগাছায় গণশুনানি অনুষ্ঠিত হওয়ার পর থেকে স্বাস্থ্য এবং পল্লী বিদ্যুতের সেবা প্রদানে যথেষ্ট ইতিবাচক পরিবর্তন হয়েছে। কমিশনের প্রতিরোধমূলক কার্যক্রম চলমান থাকলে মুক্তাগাছায় দুর্নীতিমুক্ত সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত হবে। দুদকের প্রধান কার্যালয়ে ভিডিও কনফারেন্স উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) ড. মো. শামসুল আরেফিন, মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত) জিয়া উদ্দিন আহমেদ, সিস্টেম এনালিস্ট মো. রাজিব হাসান এবং দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য প্রমুখ।
Previous
Next Post »
Powered By Blogger