মনোনেশ দাস , ৩১ মে, ২০১৫, রবিবার : মুক্তাগাছায় মুক্তাগাছা মহাবিদ্যালয় সাফল্য । সরকারের জাতীয় শিক্ষানীতি অনুসরণে পরিচালিত ময়মনসিংহে মুক্তাগাছা মহাবিদ্যালয় । চলতি ২০১৪/২০১৫ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটিতে স্থান পায় এসএসসি শিক্ষা কার্যক্রম । বাংলাদেশের মডেল হিসাবে মুক্তাগাছা মহাবিদ্যালয় এস এস সি পরীক্ষায় সাফল্যের দৌড়গোড়ায় অবস্থান নিয়েছে । প্রতিষ্ঠানটিতে এবার ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ কৃতকার্যের পাশপাশি ৯জন শিক্ষার্থী গোল্ডেন জিপিএসহ মোট ২২ জন জিপিএ ফাইভ মার্ক পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা নৈপূর্ন্য দেখাতে সক্ষম হয়েছেন । জানা যায়, এবারাই প্রথম মুক্তাগাছা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা এসিএসসি পরীক্ষায় অংশ নেয় । প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্বপন কুমার দাস জানান, এ সাফল্যের অংশিদার শুধু শিক্ষক শিক্ষার্থীগণই নন । এর দাবীদার মুক্তাগাছাবাসী ।
EmoticonEmoticon