মনোনেশ দাস, ৩০ মে ,২০১৫ , শনিবার : ময়মনসিংহে ইন্ডিয়ান পিস্তলসহ গ্রেফতার ৩ । ময়মনসিংহে হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকড়ি আজ শনিবার ইন্ডিয়ান পিস্তলসহ তিন গারো তরুণকে আটক করেছে র্যাব-১৪।
গ্রেফততারকৃতরা হচ্ছে, পূর্ব গোবরাকুড়া গ্রামের বিপন্ন রিছিলের পুত্র অনি চিসিম (১৯), কালিয়ানীকান্দা গ্রামের লিটু দিও এর পুত্র থাংসু রিছিল (১৮) ও পলাশতলা গ্রামের গৌরাঙ্গ মানখিনের পুত্র ইফুইম মৃ (২০)।
ময়মনসিংহ র্যাব-১৪’র সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম আরা এ তথ্য নিশ্চিত করেন।
তার দাবি, দীর্ঘদিন এরা অস্ত্র ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ইন্ডিয়ান পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান শামীম আরা।
EmoticonEmoticon