ভালুকায় শ্রমিক অসন্তোষ


ভালুকায় শ্রমিক অসন্তোষ।ভালুকায় শ্রমিক অসন্তোষ ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ভালুকা উপজেলার হবিরবাড়ি শিল্পাঞ্চলের জামিরদিয়া গ্রামে অবস্থিত সাদসান এপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার ২৫০ জন শ্রমিককে কোনো কারণ ছাড়াই ছাঁটাই করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে কারখানা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। পোশাক কারখানার শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদসান এপারেলস লিমিটেডে প্রায় সহস্রাধিক নারী ও পুরুষ শ্রমিক দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছিল। গত বুধবার সন্ধ্যায় দিনের ডিউটি শেষে শ্রমিকরা কর্মস্থল থেকে বের হওয়ার পর কোনো কারণ ছাড়াই পূর্বপরিকল্পিতভাবে প্রায় ১৫০ জন শ্রমিককে চলতি মাসের বেতন হাতে ধরিয়ে দেয়। পরে মিল কর্তৃপক্ষের কতিপয় ভাড়াটে লোকের সহযোগিতায় শ্রমিকদের আইডি কার্ড কেড়ে নিয়ে তাদের মিলে আসতে নিষেধ করে দেয়া হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে একই কায়দায় আরো প্রায় শতাধিক শ্রমিক ছাঁটাই করা হয়। চাকরিচ্যুত শ্রমিকরা জানান, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মিল কর্তৃপক্ষের হঠাৎ এ ধরনের কঠিন সিদ্ধান্তে তারা হতবাক হয়েছেন। শ্রমিকরা আরো জানান, এ অবস্থায় আমরা নতুন কোনো চাকরির ব্যবস্থা করতে না পারলে আমাদের না খেয়ে পথে বসতে হবে। আমরা আমাদের চাকরি ফেরত চাই। এ ব্যাপারে মিলের এইচ আর এন্ড কমপ্লাইন সেকশনের ম্যানেজার মো. তৈয়ব জানান, শ্রমিক ছাঁটাইয়ের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন। বর্তমানে মিল এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ভালুকা মডেল থানার ওসি গোলাম সারোয়ার জানান, শ্রমিক ছাঁটাইয়ের ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
Previous
Next Post »
Powered By Blogger