গফরগাঁওয়ে বিদ্যুত সংকট


গফরগাঁওয়ে বিদ্যুত সংকট । গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি :ময়মনসিংহে গফরগাঁওয়ে চরআলগী ইউনিয়নের ৮ গ্রামে গত ১৬ দিন ধরে বিদ্যুৎ নেই। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ ঐ ইউনিয়নের চরমছলন্দ, নয়াপাড়া, কান্দাপাড়া, মীড়াপাড়া, কাচারীপাড়া, পশ্চিমপাড়া, পূর্বপাড়া ও জিরাতিপাড়া গ্রামের হাজার হাজার গ্রাহক সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। পল্লী বিদ্যুৎ সমিতির দাবী, নতুন করে আর কোন প্রাকৃতিক দূর্যোগ দেখা না দিলে আজ কালের মধ্যে ওই গ্রাম গুলোতে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির গফরগাঁও অফিস সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল শনিবার সন্ধা ও মধ্যরাতের ঝড়ে বেশ কয়েকটি খুটি ভেঙ্গে ও হেলে পড়ে মূল সঞ্চালন ক্ষতিগ্রস্থ হয়। ফলে পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা উপজেলাসহ চরআলগী ইউনিয়নের ৮টি গ্রাম। পরে গত ২৪ ও ২৫ এপ্রিল উপজেলার ১৪টি ইউনিয়নে পল্লী বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ সরবরাহ চালু করতে পারলেও এখন পর্যন্ত বিদ্যুৎহীন চরআলগীর ৮টি গ্রাম। নয়াপাড়া গ্রামের তমিজ উদ্দিন, ব্যাংক কর্মচারী হোসেন আলীসহ অসংখ্য বিদ্যুৎ গ্রাহকের অভিযোগ খুবই মন্থর গতিতে কাজ করায় গত ১৬ দিন ধরে আমার বিদ্যুৎহীন অবস্থায় আছি। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অন্তভূক্ত গফরগাঁও কার্যালয়ের ডিজিএম আসাদুজ্জামান বলেন, গত ১৮ এপ্রিলের ঝড়ে ৮টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে ও অর্ধশতাধিক খুঁটি হেলে পড়ার পাশাপাশি ৩৩ কেভি মূল সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্থ হয়। এ অবস্থায় এক সপ্তাহের মধ্যে উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ চালু করতে সক্ষম হই। আশা করছি আজ-কালের মধ্যে চরআলগী ইউনিয়নের সবগুলো গ্রামে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।
Previous
Next Post »
Powered By Blogger