মনোনেশ দাস, শুক্রবার , ২৯ মে, ২০১৫ : ময়মনসিংহে কাদু স্মরণে দোয়া । ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান আজ শুক্রবার বয়ড়া- ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল কাদের (কাদু) চেয়ারম্যান এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং পরিবারের সদস্যদের সাথে সৌজন সাক্ষাৎ করেন। এর আগে দিঘারকান্দা মরহুমের নিজ বাসভবনে ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান পৌছলে মরহুমের বড় পুত্র মোঃ হুমায়ূন কবির ভুট্টোর নাতনী রিদা ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় মরহুম কাদু মিয়ার পরিবার বর্গের সদস্যবৃন্দসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুমের স্মরণে মাহফিল অনুষ্ঠানে ধর্মমন্ত্রী নিজেই দোয়া পরিচালনা করেন। উল্লেখ্য বিশিষ্ট সমাজ সেবক কাদু চেয়ারম্যান ১৯৮৮ সালের ১০ ফেব্রুয়ারী ইন্তেকাল করেন। ১৯৭১ এর ২৫ মার্চে ঢাকা শহরে গণহত্যা শুরুর অব্যবহিত পরে ময়মনসিংহের সংগ্রামী জনতা খাগড়হর তৎকালীন ইপিআর ক্যাম্প ঘেরাও করে এবং বাঙ্গালী ইপিআর সদস্যদের সহায়তায় পকিাস্থানী হানাদার বাহিনীকে পরাস্ত করে। বিপুলপরিমান অস্ত্র ও গোলবারুদ উদ্ধার করে। এ যুদ্ধে চেয়ারম্যান আব্দুলকাদের (কাদু মিয়ার)সহ মুক্তিযোদ্ধা, সাধারণ মানুষ অংগ্রহণ করেন।
EmoticonEmoticon