মোশাররফ হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মুক্তাগাছায় মানববন্ধন -------স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধতত্ত্ব ও পুলিশ বিজ্ঞান বিভাগের মাস্টার্স অধ্যয়নরত মেধাবী ছাত্র মোশাররফ হোসেন হত্যার প্রতিবাদে আজ শুক্রবার বিকালে ময়মনসিংহ টাঙ্গাইল সড়কের মুক্তাগাছা থানা, ডাকবাংলো, প্রেসক্লাবের সামনে মানববন্ধন । মুক্তাগাছার বাসিন্দা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া- ছাত্রীদের উদ্যোগে মানববন্ধনে ছাত্রনেতা মোশাররফ হত্যাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তিদাবী। ফাঁসি দাবি করা হয় । মানবন্ধনে যোগদেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ । বক্তব্য রাখেন, ঢাকাস্থ মুক্তাগাছা ছাত্র কল্যাণ পরিষদের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম ,ডা. রঞ্জন কৈরি, তুষার আহমেদ, রাকিব হাসান, সাদ্দাম হোসেন,মোশাররফের শ্রেনী শিক্ষক ওয়ালিওল্লাহ মাসুদ প্রমুখ ।উল্লেখ্য গত ১৩মে বুধবার মোশাররফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের আঘাতে আহত হয়ে ঢাকার সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান ছাত্রলীগের একাংশের সভাপতি এএসকে মোশাররফ ।
ছবি , ক্যাপশণ , মুক্তাগাছা(ময়মনসিংহ) : ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যার প্রতিবাদে মানবব
EmoticonEmoticon