মনোনেশ দাস, ৩০মে, শনিবার, ২০১৫ : মুক্তাগাছায় চিকিৎসক মৃত্যর প্রতিবাদে মানববন্ধন । ময়মনসিংহে মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় মুক্তাগাছায় চিকিৎসক মৃত্যর প্রতিবাদ ও ঘাতক ট্রাক চালকের ফাঁসির দাবীতে আজ শনিবার বেলা ১২ টায় মানববন্ধন , মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । উপজেলা ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক মালিক এসোসিয়েশনের উদ্যোগে মেইনরোডে অনুষ্ঠিত মানববন্ধনে এসোসিয়েশনের সভাপতি মো : আসাদুজ্জামান , সাধারণ সম্পাদক একেএম মাজহারুল হক বিপ্লব , ডাক্তার মোস্তাক তালুকদার, প্রমুখ নেতবৃন্দ , মুক্তাগাছা - উত্তরবঙ্গ সড়কে শুক্রবার দুপুরে ট্রাকের ধাক্কায় নিহত সিএনজি অটোর যাত্রী ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চক্ষু চিকিৎসক মীর জাহাঙ্গীর কবীর হিমল এর মৃত্যুর জন্য দায়ী ঘাটক ট্রাকড্রাইভারকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন ।
ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : চিকিৎসক মৃত্যুর প্রতিবাদে মিছিল ।
EmoticonEmoticon