স্টাফ রিপোর্টার : আজ বৃহস্পতিবার মুক্তাগাছা উপজেলার ধরগ্রাম, পারুলীতলা গ্রামে দুস্থ ৪৩টি পরিবারের মাঝে ১২৯টি ছাগল বিতরণ করা হয়েছে। সুন্দর জীবন প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে প্রতিটি পরিবারকে ৩টি করে ছাগল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঘোগা ও কাশিমপুর ইউনিয়নের প্রোগ্রাম অফিসার জেফিরাজ দোলন কুবি, জনপল স্ক্র, এডিপি কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, এডমিন অফিসার নিউটন রিক সিংহ, প্রাণি সম্পদ কার্যালয়ের প্রতিনিধি মোঃ খলিলুর ইসলাম, প্রকল্প কর্মকর্তা ডা. এটিএম ফয়েজ খান রাকিব এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ। পরিবারের প্রাণিজ আমিষের অভাব পূরণ এবং এর মাধ্যমে পরিবারের স্বচ্ছলতা বৃদ্ধি এ প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রকল্পের ১২৭টি পরিবারের মাঝে মোট ৩৮৩টি ছাগল বিতরণ করা হয়েছে।gy
EmoticonEmoticon