মুক্তাগাছায় সড়ক সংস্কার কাজে দুর্নীতি অনিয়ম


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে মুক্তাগাছা শহরের নাপিতখোলা এলাকায় সড়ক সংস্কার কাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছেন এলাকাবাসী । অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন মুক্তাগাছা - ফুলবাড়িয়া সড়কের মুক্তাগাছা শহরের অংশ নাপিতখোলা মোড় হতে যমুনাসিং মোড় এবং তৎসংলগ্ন এলাকায় ঐ সড়কের এক হাজার মিটার সংস্কার কাজ বরাদ্দে কোন পত্রিকায় দরপত্র আহবান করা হয়নি । ১৫ দিন মেয়াদী এই সড়ক সংস্কার কাজ শুরু হয় ৩ এপ্রিল । এলাকাবাসী জানান, সড়কের ভাঙ্গা অংশ ৭মিলি মিটার সিলকোট না করে মাত্র ২/৩ মিলি মিটার সিলকোড সম্পাদন করে সমূদয় অর্থ আতœসাত করার পায়তারা করছে ঠিকাদার ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা । ঠিকাদারকে কাজ চলাকালীন সময় দেখা যায়নি বা পাওয়া যায়নি। এব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের এস,ও ফজলুর রহমান জানান, সঠিকভাবে কাজ হচ্ছে । জনৈক শাহীন এই কাজের ঠিকাদার দাবী করে নির্মাণ শ্রমিক এর মুঠোফোনের মাধ্যমে জানান, অনলাইনের মাধ্যম এই কাজের দরপত্র আহবান করা হয় । ১২ লাখ টাকায় নির্ধারিত কাজ ১৫ পার্সেন্ট লেসে পেয়ে সুষ্ঠুভাবে সম্পাদন করা হচ্ছে । এলাকাবাসী বলেন, ইতিপূর্বে সড়কের এই অংশে বহুবার সংস্কার করা হলেও আবার তা ভেঙ্গে বর্ষকালে জলাবদ্ধ হয়ে ক্ষতিগ্রস্থ ও চলাচলের অনুপযোগী হয়ে গেছে ।
Previous
Next Post »
Powered By Blogger