মুক্তাগাছায় গৃহবধূর আত্মহত্যা


মুক্তাগাছায় গৃহবধূর আত্মহত্যা G স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় সোমা আক্তার (১৮) এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। আজ বুধবার মুক্তাগাছা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন । পুলিশ ও এলাকাবাসী জানান, তারাটি পূর্ব পাড়ার বাসিন্দা শফিকুল ইসলামের মেয়ে সোমা আক্তারকে একই বাড়ির নিজ বোনের পুত্র ভ্যান রিকশা চালক শফিকুলের নিকট সম্প্রতি কাবিনমূলে বিয়ে দেন । গত মঙ্গলবার দুপুরে সোমা কিটনাশক পান করে নিজ বাড়িতে আত্মহত্যা করেন । মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, এব্যাপারে আজ বুধবার থানায় ইউডি মামলা হয়েছে । This entry was posted in সারাবাংলা. Tags: আত্মহত্যা, গৃহবধূর, বিষপানে, মুক্তাগাছায়. Edit Related posts f মুুক্তাগাছায় সুবিধা বঞ্চিত শিশুদের জন্মদিন মুক্তাগাছার যুবক অজ্ঞান পার্টির খপ্পরে last মুক্তাগাছায় স্কাউট সমাবেশ সমাপ্ত Post navigation ← মুুক্তাগাছায় সুবিধা বঞ্চিত শিশুদের জন্মদিন Leave a Reply Logged in as editor. Log out? Comment You may use these HTML tags and attributes:
Previous
Next Post »
Powered By Blogger