মুক্তাগাছা আঞ্চলিক সমবায় ইন্সস্টিটিউটে দুর্নীতি


ময়মনসিংহে মুক্তাগাছায় মুক্তাগাছাস্থ আঞ্চলিক সমবায় ইন্সস্টিটিউট কর্তৃপক্ষের বিরুদ্ধে হোস্টেল ভাড়া দিয়ে সমূদয় অর্থ আতœসাতের অভিযোগ পাওয়া গেছে । অভিযোগে প্রকাশ, গত ১২ দিন ধরে বহিরাগত ৩৫ জন ব্যক্তি ঐ হোস্টেল ব্যবহার করছে । ব্যবহারকারীদের নিকট থেকে প্রতিদিন জনপ্রতি ১০০ টাকা হারে আদায় করছে সমবায় ইন্সস্টিটিউট কর্তৃপক্ষ । হোস্টেল ব্যবহারকারীরা পাশ্ববর্তী ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ কার্যালয়ে একটি ট্রেনিং কোর্সে এসেছেন । অভিযোগে প্রকাশ ,আঞ্চলিক সমবায় ইন্সস্টিটিউট কর্তৃপক্ষ অবৈধভাবে হোস্টেল ভাড়া দিয়ে প্রতিবছর লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে সরকারী সম্পদ অপব্যবহার করে চলেছেন । বিষয়টি দেখার কেই নেই বলে স্থানীয়রা জানান ।
Previous
Next Post »
Powered By Blogger