স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে মুক্তাগাছায় এক শিশু ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে । আজ রবিবার দুপুরে এ ঘটনা ঘটে । অভিযোগে প্রকাশ, দাওগাঁও ইউনিয়নের কাঠবওলা এলাকার সাইদুল ইসলাম ওরফে হাফেজ সাইদুল (১৭) তার দোকানে এ ঘটনা ঘটায় । এলাকাবাসী ও মুক্তাগাছা থানার দারোগা জাহিদ, আব্বাস জানান, , প্রতিবেশী আফসর আলীর সাড়ে তিন বছর বয়সী মেয়েকে সাইদুল ফুসলিয়ে তার দোকানে নিয়ে এসে ধর্ষণ করে । ধর্ষক আলতাফ আলীর পুত্র সাইদুল পলাতক । পুলিশ শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে । মামলার প্রস্তুতি চলছে ।
EmoticonEmoticon