মনোনেশ দাস : মুক্তাগাছায় ময়মনসিংহে মুক্তাগাছায় । মুক্তাগাছার সীমান্তবর্তী ময়মনসিংহ সদর উপজেলার বেগুণবাড়ি ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে ।
আজ শুক্রবার ভোর থেকে দিনব্যাপী হাজার হাজার পূর্ণাথী নদের ঘাটে স্নানে যোগ দেন ।
জগতের যাবতীয় সঙ্কীর্ণতা ও পঙ্কিলতার আবরণ থেকে মুক্তির বাসনায় নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা পূর্নার্থীগণ ব্রহ্মার কৃপা চেয়ে ‘ হে মহা ভাগ ব্রহ্মপুত্র, হে রৌহিত্য তুমি আমার পাপা হরণ কর ’- পুরোহিতের মাধ্যমে এ মন্ত্র উচ্চারণের মাধ্যমে ধান, দুর্বা, চিনি কলা নিবেদন করেন ।
মুক্তাগাছায় বাসন্তী পূজা উপলক্ষে বহু বছর ধরে স্নান উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে ।
এ উপলক্ষে নদ তীরে বসানো হয় বিশাল মেলা । মেলায় সমারহ ঘটে হরেক রকম লোকজ পণ্যসামগ্রী।
ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ ) বেগুনবাড়ি ব্রহ্মপুত্র নদে স্নান (১) মেলায় উঠা পণ্যের একাংশ (২)
EmoticonEmoticon