মুক্তাগাছায় আউস প্রনোদনা। স্টাফ রিপোর্টার :মুক্তাগাছা (ময়মনসিংহ): ময়মনসিংহে মুক্তাগাছায় কৃষকদের আউস চাষে উদ্বুদ্ধ করতে প্রনোদনা প্যাকেজ ২০১৪-২০১৫ এর আওতায় বিনা মূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ সোমবার মুক্তাগাছা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে বিতরণ করা হয় । বিতরণ করেন প্রধান অতিথিমুক্তাগাছার এমপি ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ্উদ্দিন আহমেদ মুক্তি ।
মুক্তাগাছা উপজেলা কৃষি অফিসার নারগিস আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌসুমি পাল, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আনিসুর রহমান অতুন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিন্নাত আলী জিন্নাহ, জাপার যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আকন্দ, জাপা নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম ফকির, উপসহকারী কৃষি কর্মকর্তা শংকর কুমার সরকার প্রমুখ বিতরণী অনুষ্ঠানে যোগ দেন । উল্লেখ্য ,নেরিকা ধানের জন্য চাষী প্রতি ১০কেজি বীজ, ৪০কেজি সার, সেচ নিড়ানীর জন্য নগদ ৮০০ টাকা এবং উফশি ধানের জন্য পাঁচ কেজি বীজ, ৪০কেজি সার ও সেচের জন্য ৪০০টাকা করে দেয়া হয়।
১৮০ হেক্টর জমিতে নেরিকা এবং উফশি জাতের আউস ধান আবাদের লক্ষ্যে ১৮০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সারও তুলে দেয়া হয়।
EmoticonEmoticon