মুক্তাগাছায় শিশু বিকাশ কেন্দ্র উদ্বোধন


স্টাফ রিপোর্টার : আজ মঙ্গলবার ময়মনসিংহের মুক্তাগাছায় বাঁশাটি ইউনিয়নের জামিনপুর ব্র্যাকের শিশু বিকাশ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে । উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. উম্মে আফসারী জহুরা ।ময়মনসিংহ জেলা ব্র্যাক প্রতিনিধি ফারহানা মিল্কি এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার মো: হারুন অর রশিদ, আঞ্চলিক ব্যবস্থাপক (স্বাস্থ্য পুষ্টি জনসংখ্যা কর্মসূচী) খালেদা খাতুন, হিসাব ব্যবস্থাপক ফরিদা পারভিন, ম্যানেজার এইএনপিপি জোবায়দুল ইসলাম, কর্মসূচী সংগঠক আনোয়ার হোসেন, জহিরুল হক , সঞ্চালনায় ছিলেন ব্র্যাক শিক্ষা টিম লিডার একেএম রোকনুজ্জামান । প্রকল্প সূত্রে জানা যায়, যতœ ,বেঁচে থাকা ,সুরক্ষা ,বিকাশ ও শিক্ষার অধিকার বাস্তবায়নে শিশুর ভ্রুণাবস্থা থেকে ৮ বছর বয়স পর্যন্ত প্রারম্ভিক শৈশবকাল সুষ্ঠু বেড়ে উঠার লক্ষ্যে বাংলাদেশে প্রথম মুক্তাগাছায় ২০১৩ সালের অক্টোবরে ২০টি শিশু বিকাশ কেন্দ্রের মাধ্যমে যাত্রা শুরু হয় । চলতি বছর আরও ২০টি শিশু বিকাশ কেন্দ্র চালুর ধারাবাহিকতায় জামিনপুরে উদ্বোধন করা হলো । ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : ব্র্যাকের শিশু বিকাশ কেন্দ্র উদ্বোধন করেন ইউএনও
Previous
Next Post »
Powered By Blogger