ধোবাউড়ায় শসা চাষে লাভ । স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে ধোবাউড়ায় লাভজনক হয়ে উঠেছে শসা চাষ । সরকারী সূত্রে জানা যায়, শসা বাংলাদেশের প্রধান ও জনপ্রিয় সবজি সমূহের মধ্যে অন্যতম। শসা প্রধানত সালাত ও সবজি হিসেবে খাওয়া হয়। শসার প্রতি ১০০ গ্রাম ভক্ষণযোগ্য অংশে ৯৬% জলীয় অংশ, ০.৬ গ্রাম আমিষ, ২.৬ গ্রাম শ্বেতসার, ১৮ মিঃ গ্রাম ক্যালসিয়াম, ০.২ মিঃ গ্রাম লৌহ, ক্যারোটিন ৪০ মাইক্রোগ্রাম, খাদ্যপ্রাণ সি ১০ মিঃ গ্রাম রয়েছে। ধোবাউড়ার গোয়াতলার শসা চাষী হাফিজ উদ্দিন আজ সোমবার জানান,চলতি মৌসুমে নিজ ক্ষেতে উৎপাদিত এক লক্ষাধিক টাকার শসা বাজারে বিক্রি করেছেন । ২২ কাঠা জমিতে ঐ শসা চাষ করতে খরচ হয় ৮০ হাজার টাকা । হাফিজের মত অনেকেই শসা চাষ করে লাভবান হচ্ছেন বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে ।
EmoticonEmoticon