স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় বিশিষ্ট ব্যক্তিত্ব , জাতীয় পুরস্কারপ্রাপ্ত কারুশিল্পী, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত মৌ বিজ্ঞানী, হাইমেনোকেমেনো থেরাপিষ্ট মুজিব বাহিনীর কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক আর নেই । আজ সোমবার ভোর ৬ টা ৫০ মিনিটে মুক্তাগাছায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন । তার নামাজের জানাজা আজ বাদ আছর নবারুণ বিদ্যা নিকেতন স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের মৃত্যুতে ময়মনসিংহ- ৫ মুক্তাগাছা আসনের এমপি সালাহ্উদ্দিন আহমেদ মুক্তি শোক প্রকাশ করেছেন । শোক বার্তায় এমপি মুক্তি বলেন, আব্দুর রাজ্জাকের মৃত্যুতে মুক্তাগাছাবাসী তথা দেশ ও জাতি একজন দেশপ্রেমিক সংগঠক, সৎ-নির্লোভ বীর সৈনিককে হারালো। মুক্তিযুদ্ধে মুক্তাগাছায় আব্দুর রাজ্জাকের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এমপি মুক্তি । তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আবদুর রাজ্জাক দীর্ঘদিন কিডনি সংক্রমণে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
EmoticonEmoticon