ফুলবাড়ীয়ায় হুমগুটি খেলা শুক্রবার


স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে ফুলবাড়ীয়ায় আগামী শুক্রবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী হুমগুটি খেলা। আয়োজকরা তথ্যটি নিশ্চিত করেছেন । পৌষ মাসের শেষ দিনকে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় আঞ্চলিক ভাষায় বলা হয় পুহুরা। এই দিনে একই সময়ে একই স্থানে প্রায় আড়াই শত বছর ধরে অনুষ্ঠিত হুমগুটি খেলাটি। হুমগুটি মানে ৪০ কেজি ওজনের একটি পিতলের তৈরী বল নিয়ে হাজারো মানুষের কাড়াকাড়ি। সবাই এ বলটি নিজেদের দখলে নিতে চায়। শুক্রবার বিকাল ৩ টায় স্থানীয় লক্ষিপুর হুমগুটি স্মৃতি সংসদের উপদেষ্টা জেলা যুবলীগের সাবেক সম্পাদক আব্দুল কদ্দুছ, ময়মনসিংহ জেলা পরিষদের নবির্নিাচিত ওয়ার্ড সদস্য সিদ্দিক চেয়ারম্যান তাজুল ইসলাম বাবলু ও সভাপতি আবু বক্কর আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করবেন। প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনো নানা খেলার প্রচলন রয়েছে, উত্তরাধিকার সূত্রে পাওয়া কিছু খেলা গ্রামাঞ্চলের মানুষ এখনো ধরে রেখেছে। সেরকমই একটি ঐতিহ্যবাহী হুমগুটি খেলা। খেলা শুরুর আগেই লক্ষিপুর বাজার সংলগ্ন বরই আটা খোলা মাঠে জমায়েত হয় হাজার হাজার খেলোয়ার আর দর্শক। প্রায় অর্ধ লক্ষাধিক লোক সমবেত হয় এ খেলাটি দেখতে। হাজারো খেলোয়ারের অংশ গ্রহনে খেলা চলবে রাত পেরিয়ে ভোর পর্যন্ত। সকলে বাদ্যযন্ত্রের তালে তালে নির্দিষ্ট স্থানে জরো হয়ে খেলোয়ারদের আকৃষ্ট করেন। খেলা চলে রাত পেরিয়ে টানা সকাল পর্যন্ত। হাজারো মানুষের ভীড়ে কোথায় গুটিটি যাবে কেউ বলতে পারেন না। বল নিয়ে কাড়াকাড়ি হলেও কোন মারামারি হয় না। খেলায় কোন রেফারী নেই। উপজেলার লক্ষিপুর, তেলীগ্রাম, বড়ইআটা, ভাটিপাড়া, কুকরাইল, বালাশ্বর, শুভরিয়া, কালিবাজাইল ও দেওখোলা সহ পাশ্ববর্তী গ্রাম গুলোতে দুদিন আগে থেকে খেলা শেষ হওয়ার পরদিন পর্যন্ত চলে উৎসবের আমেজ। উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার উত্তরে লক্ষিপুর ও ১০ মাইললের মাঝামাঝি বড়ই আটা বন্ধ নামক বড় খোলা মাঠ হলো খেলাটির কেন্দ্রস্থল। জায়গাটি জমিদার আমলে তালুক বনাম পরগনার সীমানা ছিল। প্রজাদের শক্তি পরীক্ষার জন্য নাকি জমিদাররা এ খেলাটির প্রচলন করেছিলেন। প্রায় আড়াই শত বছর ধরে এ খেলাটি স্থানীয়বাসী চালিয়ে আসছে বলে জানিয়েছেন খেলোয়ার নুরুল আমিন হীরা (৫০)। অপর খেলোয়ার তেলীগ্রামের কুসুম মিয়া জানান, হুমগুটি খেলা হলো পাবলিক খেলা। তার বাপ দাদারা এ খেলা খেলেছেন। খেলায় বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন গ্রামের শত শত মানুষ একত্রে জরো হয়। হুমগুটি খেলা কখনো কখনো এক দিনেরও বেশী চলে আবার টানা ৫ দিনেরও খেলা চলার রেকর্ড রয়েছে বলে জানান, স্থানীয় বাসীরা। গত বছরের খেলাটি চলে ৮ ঘন্টা। বিকাল ৪ টায় খেলা শুরু হয় রাত ১২ টায় উপজেলা পরিষদে হুমগুটি নিয়ে আসে হাজারো খেলোয়াররা। বিগত বছর কয়েক এই গুটি খেলোয়াররা নিয়ে যান মুক্তাগাছা উপজেলায়। লক্ষিপুরের বড়ই আটা এ খেলা শুরু হলেও কখনো কখনো খেলাটি ছড়িয়ে পড়ে ৮-১০ কিলোমিটার দূরে গ্রামের মানুষের মাঝে। ঘন্টায় ঘন্টায় খেলাটির রুপ বদলায়। রাতের খেলার দৃশ্য অন্যরকম। হাজার হাজার টর্চ লাইটের আলোয় যেন এক অপরুপ দৃশ্য। মানুষ নেহায়েত আনন্দের জন্যই খেলে। গ্রামের মানুষের মাঝে কিছু দিনের জন্য হলেও ভ্রাতৃত্ববোধ, আত্মীয়তা বাড়ে। তাছাড়াও খেলাকে কেন্দ্র করে আশ পাশের গ্রামগুলোতে মেহমানদের ভীড় জমে যায়। নাইওর আসে বৌ-ঝি’রা। এলকাবাসীর মতে ঈদ কিংবা অন্য কোন দিন এলাকার ঝি-বৌ রা তাদের বাবা মায়ের বাড়ীতে বেড়াতে না আসলে পৌষের শেষ দিনের চিরাচরিত এ আনন্দ উপভোগ করার জন্য ছেলে পুলে- নাতি নাতনি নিয়ে পিতার বাড়ীতে বেড়াতে আসেন সবাই। গরীব- ধনী সবাই এ দিনে এসে একত্রে মিলিত হয়। বিকাল হলেই একসাথে চলেন খেলার মাঠে। এ খেলাটি কয়েক দফা বন্ধ করতে নানা উদ্যোগ নিলেও প্রশাসন পারেনি। বরং প্রশাসনে দায়িত্ব পালনকারী দেশের বিভিন্ন এলাকা থেকে কর্তা ব্যক্তিগন এ অঞ্চলের ঐতিহ্যকে দেখতে আনন্দের সাথে উপস্থিত হওয়ার নজির রয়েছে। Print Friendly 2
Previous
Next Post »

1 মন্তব্য(গুলি):

Write মন্তব্য(গুলি)
Benny
AUTHOR
২৪ মার্চ, ২০১৭ delete

This particular softens the appearance from the hublot replica uk forty view with 2 comfortable shades associated with Everose precious metal. About the dark call edition having a shiny, sand-blasted dark ceramic bezel, the actual refined, elevated numbers as well as rolex replica preserve the brooding appear. Right here, it is much softer rolex replica as well as method much less manly. It's the same using the call, in which the dark chocolate colour will get which rolex replica uk sun-ray complete. Rather than the matt-black call having a romantic relationship in order to gentle like this of the Transylvanian depend, the brand new type of the actual replica watches sale embraces this. The actual fingers as well as hr guns tend to be the same, along with 18kt tag heuer replica precious metal as well as luminescent Chromalight appliques.

Reply
avatar
Powered By Blogger