মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ । গতকাল রবিবার রাতে শহরের চৌরঙ্গীর মোড় বিষ্ণুসাগর পাড় এলাকায় এক বাড়িতে যুবককে কুপিয়ে পালানোর চেষ্টাকালে এলাকাবাসী ঐ ৩ জনকে আটক করে পুলিশে খবর দেয় । পুলিশ তাদের গ্রেফতার করে শ্রীঘরে পাঠিয়েছে । এলাকাবাসী ,জখমী যুবকের আতœীয় স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তারাটি গৌরীপাড়ার বাসিন্দা মুক্তিযোদ্ধা হাসেম আলীর পুত্র জখমী যুবক ফরিদের (৩০) সাথে তারই চাচী তারাবানুগং এর সাথে জমি সংক্রান্ত ঘটনায় দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল । এনিয়ে বেশ কয়েকবার দেন দরবার হয় । সমস্যা নিরসনকল্পে থানা পুলিশের মধ্যস্থতায় গতকাল রবিবার সন্ধ্যায় থানায় দরবার ডাকা হয় । এসময় ফরিদ ও হামলাকারী ফরহাদ. তারাবানু ও শাহজাহান চৌরঙ্গীর মোড় বিষ্ণুসাগর পাড়ে আতœীয় মুক্তিযোদ্ধা মতির বাড়িতে অবস্থান করছিল । তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে তারা ফরিদের গলায় , পেটে ও ডান হাতে ছুরিকাঘাত করে । আশংকাজনক অবস্থায় ফরিদকে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । তার অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্র জানায় । আহত ফরিদের ছোট ভাই মিজানুর রহমান জানান, ঘটনায় তিনি বাদী হয়ে উপরোক্তসহ আরো কয়েকজনকে আসামী করে মুক্তাগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) মাহবুব জানান, গতকাল রবিবার রাতে হামলাকারী ফরহাদ , তারাবানু ও শাহজাহানকে আটক করা হয়েছে । ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে । আজ সোমবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে ।
EmoticonEmoticon