মনোনেশ দাস :৮ম জাতীয় বেতন স্কেল বাস্তাবায়ণের দাবীতে মানব-বন্ধন , বিক্ষভ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক পেশ করেছে মুক্তাগাছা শিকক্ষ সমিতি । আজ সোমবার বেলা পৌনে ১ টার দিকে প্রেসকাবের সামনে অনুষ্ঠিত মানব- বন্ধন ও বিােভ সমাবেশে সভাপতিত্ব করেন , শিক সমিতি মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন তালুকদার । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোকাদ্দেস আলী, আব্দুল মালেক , লুৎফর রহমান, নজরুল ইসলাম, জাফর সাদেক, শাহজাহান প্রমুখ । শিক নেতৃবৃন্দ বলেন, ২০ ডিসেম্বরের প্রজ্ঞাপন বাতিলসহ শর্তহীনভাবে বেসরকারী শিক কর্মচারীদের ৮ম জাতীয় বেতন স্কেল কার্যকর এবং শিানীতি - ২০১০ বাস্তবায়নের ল্েয শিা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে ।
ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : ৮ম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ণের দাবী মুক্তাগাছায় শিক সমিতির মানববন্ধন
EmoticonEmoticon