মনোনেশ দাস : ময়মনসিংহে মুক্তাগাছায় মুক্তাগাছাস্থ ২য় আর্মড ব্যাটালিয়ন পুলিশ ময়মনসিংহ সদর উপজেলায় অভিযান চালিয়ে হেরোইন প্যাথেডিন উদ্ধার এবং এর সাথে সংশ্লিষ্ট দম্পতিসহ ৩জনকে আটক করেছে । আজ মঙ্গলবার ভোর রাতে অভিযান পরিচালিত হয় । ২য় আর্মড পুলিশের অধিনায়ক (পুলিশ সুপার ) মুনিবুর রহমান জানান, চরজেলখানা ঘুন্টি এলাকা থেকে মনতলা মির্জাপুরের বাসিন্দা আবুল হোসেন (৫৮) এবং তার স্ত্রী হোসনে আরার(৪০) নিকট থেকে ৬০ গ্রাম হেরোইন (মূল্যমান ৬লাখ টাকা) উদ্ধার এবং তাদের আটক করা হয় । অপরদিকে সানকিপাড়া বাদে কলপা থেকে ৪৬৯ পিস প্যাথেডিন উদ্ধার (মূল্যমান ১লাখ ২৮ হাজার টাকা) এর সাথে সংশ্লিষ্ট সানকিপাড়ার বাসিন্দা মতি(৩৮) কে হাতেনাতে আটক করা হয় । অভিযানে নেতৃত্ব দেন ইন্সপেক্টর মো: কাইয়ুম , এসআই মাসুদ ও এস আই নিরস্ত্র । আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান, পুলিশ সুপার মুনিবুর রহমান ।
ছবি ক্যাপশণ, মুক্তাগাছা (ময়মনসিংহ) : হেরোইন প্যাথেডিন উদ্ধার : দম্পতিসহ ৩জন আটক
EmoticonEmoticon