মনোনেশ দাস, ৫ জুন, ২০১৫ ,শুক্রবার :মুক্তাগাছায় পাঁচমাস পর প্রকাশ্যে উপজেলা চেয়ারম্যান । টানা পাঁচ মাস আত্মগোপন থাকার পর উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে প্রকাশ্যে আসলেন মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তাগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এএসএম জাকারিয়া হারুন ।
বুধবার থেকে আজ শুক্রবার মুক্তাগাছার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বিগত ৬ জানুয়ারির পর থেকে বিএনপির নেতৃত্বাধীন চলা আন্দোলনের সময় গাড়িতে আগুন দেয়া, সহিংসতাসহ একাধিক মামলার আসামি হয়ে মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান বিএনপির সাধারণ সম্পাদক এএসএম জাকারিয়া হারুন আত্মগোপনে ছিলেন ।দলীয় সূত্রগুলো বলছে, গত ৬ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ শুরুর পর গ্রেফতার এড়াতে ১২ জানুয়ারি তিনি আত্মগোপনে চলে যান। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। উচ্চ আদালত থেকে সম্প্রতি আগাম জামিন পান এএসএম জাকারিয়া হারুন ।
EmoticonEmoticon