হালুয়াঘাটে থানা ১৯১৬


হালুয়াঘাটে থানা ১৯১৬ । হালুয়াঘাট(ময়মনসিংহ) : হালুয়াঘাট উপজেলা (ময়মনসিংহ জেলা) আয়তন: ৩৫৬.০৭ বর্গ কিমি। অবস্থান: ২৪°৫৯´ থেকে ২৫°১২´ উত্তর অক্ষাংশ এবং ৯০°১৪´ থেকে ৯০°৩৩´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে ফুলপুর উপজেলা, পূর্বে ধোবাউড়া উপজেলা, পশ্চিমে নালিতাবাড়ী উপজেলা। জনসংখ্যা ২৬৯৩৭২; পুরুষ ১৩৬৮৪৫, মহিলা ১৩২৫২৭। মুসলিম ২৪৩৫১৩, হিন্দু ১২৫১০, বৌদ্ধ ১৩০৭৩ এবং অন্যান্য ২৭৬। এ উপজেলায় গারো, হাজং, কোচ, ডালু, বর্মণ, ক্ষত্রিয়, হদি, কুরমি, মাল প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে। জলাশয় প্রধান নদী: কংস, মেনং ও ভোগাই। প্রশাসন হালুয়াঘাট থানা গঠিত হয় ১৯১৬ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে। উপজেলা পৌরসভা ইউনিয়ন মৌজা গ্রাম জনসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%) শহর গ্রাম শহর গ্রাম - ১২ ১৪৬ ২০৮ ১০৫৪৯ ২৫৮৮২৩ ৭৫৭ ৭৩.৫ ৩৩.০ উপজেলা শহর আয়তন (বর্গ কিমি) মৌজা লোকসংখ্যা ঘনত্ব (প্রতি বর্গ কিমি) শিক্ষার হার (%) ২.৭৭ ২ ১০৫৪৯ ৩৮০৮ ৭৩.৫ ইউনিয়ন ইউনিয়নের নাম ও জিও কোড আয়তন (একর) লোকসংখ্যা শিক্ষার হার (%) পুরুষ মহিলা আমতৈল ০৬ ৫১১৬ ৯৬৭০ ৯৩২৯ ৩১.৯৭ কৈচাপুর ৭৪ ৬৫১১ ৮৩৬৬ ৮১২১ ২৯.০৪ গাজীর ভিটা ৪৭ ৭৮৬৯ ১০৫৩৩ ১০৩৯৬ ৩৮.৮৪ জুগলী ৬৭ ৮৬৪৮ ১১০৪৮ ১১৩৫৮ ৩১.৭৬ ধারা ৩৩ ৬৩৫৩ ১২৯৯৭ ১২২৯৩ ৩৪.৮৭ ধুরাইল ৪০ ৬৯১৬ ১১৮৩৭ ১১০২২ ৩৪.৩৫ নড়াইল ৮১ ৯০৬০ ৯৮১১ ৯১৬১ ২৫.১৪ বিলডোরা ২১ ৭০০১ ১০২৭৪ ৯৮৯৫ ৩০.৫৩ ভুবনকুড়া ২০ ৭৫৪৩ ৯৮৬০ ৯৯১৩ ৩২.১৭ সাকুয়াই ৮৪ ৫১৭০ ৯১২৪ ৮৯৯২ ৩০.৩৪ স্বদেশী ৯৪ ৬৭৫৯ ১০৫২৩ ১০১৮৩ ৩২.৪৯ হালুয়াঘাট ৬১ ১০৫৩৬ ২২৮০২ ২১৮৬৪ ৪৭.৩৫ সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মুক্তিযুদ্ধের ঘটনাবলি ১৯৭১ সালের ৬ আগস্ট বান্দরকাটা ক্যাম্পে পাকবাহিনী ও মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধে আব্দুল আজিজ ও পরিমল নামে দুই জন মুক্তিযোদ্ধা শহীদ হন। মুক্তিযোদ্ধারা ৩ নভেম্বর গভীর রাতে পাকসেনাদের সুরক্ষিত তেলীখালির ঘাঁটিতে তিনদিক থেকে আক্রমণ করে। এ যুদ্ধে ১২১ জন পাকসেনা মারা যায় এবং ২৬ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গণকবর ২, স্মৃতিফলক ৩। ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ৪৪১, মন্দির ১৬, গির্জা ৬। উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান: হালুয়াঘাট ধানহাটা জামে মসজিদ, মার্কাস মসজিদ ও রামসুন্দর মন্দির, বিড়ইডাকুনি ক্যাথলিক মিশন (১৯২৮), চার্চ অব ইংল্যান্ড বা অক্সফোর্ড চার্চ (এ্যাংলিক্যান চার্চ), আকনপাড়া সেভেন ডে এডভানটিজ মিশন, রাংরাপাড়া গারো ব্যাপ্টিস্ট কনভেনশন মিশন, সাধু এন্ড্রোকিম ক্যাথলিক মিশন, গাজীর ভিটা গির্জা। শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৩৪.৮%; পুরুষ ৩৭.৭%, মহিলা ৩১.৮%। কলেজ ৩, মাধ্যমিক বিদ্যালয় ২৯, প্রাথমিক বিদ্যালয় ১৫৫, মাদ্রাসা ১২। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ (১৯৭২), হালুয়াঘাট আদর্শ মহাবিদ্যালয় (১৯৮৮), বিড়ই ডাকুনী উচ্চ বিদ্যালয় (১৯৪১), আদর্শ উচ্চ বিদ্যালয় (১৯৫১), কুতিকুড়া করুয়াপাড়া উচ্চ বিদ্যালয় (১৯২৪), সেন্ট এন্ড্রজ উচ্চ বিদ্যালয় (১৯২৩), সেন্ট মেরিস নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় (১৯২৯), হালুয়াঘাট মিশন স্কুল (১৯২৩), ধুরাইল আলীম মাদ্রাসা (১৯৬৬)। সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ৩, নাচের স্কুল ১, সংগীত বিদ্যালয় ১, সিনেমা হল ২, ক্লাব ৩০। জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৭১.৫৪%, অকৃষি শ্রমিক ৩.৬%, শিল্প ০.৪৫%, ব্যবসা ১০.০১%, পরিবহণ ও যোগাযোগ ৩.৫%, চাকরি ৩.৪২%, নির্মাণ ০.৫৭%, ধর্মীয় সেবা ০.১৮%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.১৩% এবং অন্যান্য ৬.৬%। কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৫৬.০২%, ভূমিহীন ৪৩.৯৮%। শহরে ৪২.৫৪% এবং গ্রামে ৫৬.৪৯% পরিবারের কৃষিজমি রয়েছে। প্রধান কৃষি ফসল ধান, পাট, গম, আলু, কাসাবা, সরিষা, বাদাম, শাকসবজি। বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি ডাল, তিল, তিসি। প্রধান ফল-ফলাদি আম, কাঁঠাল, জাম, জলপাই, কলা, পেঁপে, তরমুজ। মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার মৎস্য ২০০, গবাদিপশু ৬, হাঁস-মুরগি ৪০, হ্যাচারি ১। যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ৪৩ কিমি, আধা-পাকারাস্তা ১৭ কিমি, কাঁচারাস্তা ৩৫০ কিমি। বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি। শিল্প ও কলকারখানা রাইসমিল ২০, হাসকিং মিল ২০০, আটাকল ১, বরফকল ৩, প্রেস ৩, ওয়েল্ডিং কারখানা ৫। কুটিরশিল্প স্বর্ণশিল্প, লৌহশিল্প, তাঁতশিল্প, সূচিশিল্প, বাঁশের কাজ, কাঠের কাজ, কার্পেট, নকশিকাঁথা। হাটবাজার ও মেলা হাটবাজার ২০, মেলা ১। হালুয়াঘাট বাজার, ধুরাইল বাজার, ধারা বাজার, বাঘাইতলা বাজার, সূর্যপুর হাট, ছাতুগাঁও হাট, নাগলা হাট এবং কামাক্ষার মেলা উল্লেখযোগ্য। প্রধান রপ্তানিদ্রব্য তরমুজ, ধান, জাম, আম। বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৫.০২% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে। পানীয়জলের উৎস নলকূপ ৯১.১%, ট্যাপ ০.৪৬%, পুকুর ০.৯৬% এবং অন্যান্য ৭.৪৮%। স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ১৮.৭% (গ্রামে ১৭.০৭% এবং শহরে ৬৬.০৭%) পরিবার স্বাস্থ্যকর এবং ৫৭.৮৫% (গ্রামে ৫৮.৯% এবং শহরে ২৭.৫৩%) পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। তবে ২৩.৪৪% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই। স্বাস্থ্যকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১, পরিবার পরিকল্পনা কেন্দ্র ১১, উপস্বাস্থ্য কেন্দ্র ২, হাসপাতাল ২, কমিউনিটি ক্লিনিক ৩৮, মিশন পরিচালিত স্বাস্থ্য কমপ্লেক্স ৩। এনজিও ব্র্যাক, কারিতাস, আশা, কেয়ার, সিডা, পল্লী বিকাশ, সেবা। [জালাল উদ্দিন আহমেদ] হালুয়াঘাটে ভিডিও প্রকাশে গ্রেফতার তরুণ কারাগারে www.banglanews24.com/fullnews/bn/390837.html ২ দিন আগে - ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটে অশ্লীল ভিডিও ইন্টারনেটে প্রকাশ করার অভিযোগে গ্রেফতার হওয়া মোজাম্মেল হককে (২৫) আদালতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (০৫ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান জানান, ৫ বছর ... হালুয়াঘাটে পাঁচজনকে হত্যা: ১৩ জনের যাবজ্জীবন - bdnews24.com bangla.bdnews24.com/bangladesh/article930730.bdnews ২৫ ফেব্রুয়ারী, ২০১৫ - ময়মনসিংহের হালুয়াঘাটে পাঁচ ব্যক্তিকে হত্যার ১৮ বছর পর ১৩ জনের যাবজ্জীবন ও দুই জনকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। হালুয়াঘাটে পরিবহন নেতার প্রতিষ্ঠানে ফের হামলা - Prothom Alo www.prothom-alo.com › বাংলাদেশ › অপরাধ ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় কয়লা আমদানিকারকদের সঙ্গে পরিবহন মালিক সমিতির বিরোধের জের ধরে গত বুধবার রাতে এক পরিবহন নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে আবারও ভাঙচুর চালানো হয়েছে। এর আগে গত রোববার একই ব্যক্তির একটি প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।ভারতের মেঘালয় সীমান্তবর্তী হালুয়াঘাটের গোবরাকুড়া... হালুয়াঘাটে পরিবহন ধর্মঘট অব্যাহত - Prothom Alo www.prothom-alo.com › বাংলাদেশ › বিবিধ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ভারতীয় কয়লা আমদানি ও ব্যবসার বিরোধের জের ধরে দ্বিতীয় দফায় তিন দিন ধরে পরিবহন ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণে বাস-ট্রাক চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ খেটে খাওয়া লোকজন।গোবরাকুড়া স্থলবন্দরের কয়লা আমদানিকারক, পরিবহন মালিক সমিতি ও স্থানীয় সূত্রে... হালুয়াঘাটে-এর চিত্রচিত্রগুলি রিপোর্ট করুন হালুয়াঘাটে এর চিত্র ফলাফল হালুয়াঘাটে এর চিত্র ফলাফল হালুয়াঘাটে এর চিত্র ফলাফল হালুয়াঘাটে এর চিত্র ফলাফল হালুয়াঘাটে-এর জন্য আরো চিত্র বণিক বার্তা | হালুয়াঘাটে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের দাবি www.bonikbarta.com/2015-04-30/news/details/35396.html হালুয়াঘাটে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের দাবি. বণিক বার্তা প্রতিনিধি ময়মনসিংহ | ২০১৫-০৪-৩০ ইং. Tweet. প্রায় এক বছর পর আবার শুরু হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাটের কড়ইতলী ও গোবরাকুড়া স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি। কিন্তু গত ছয়দিনের টানা পরিবহন ধর্মঘটের কারণে আমদানিকৃত কয়লা দেশের অভ্যন্তরে সরবরাহ করতে পারছেন না ব্যবসায়ীরা। হালুয়াঘাটে পরিবহন ধর্মঘট অব্যাহত বিপাকে ব্যবসায়ীরা www.jugantor.com/news/2015/05/01/257099 ৬ দিন আগে - ময়মনসিংহের হালুয়াঘাটে মোটর মালিক সমিতি ও আমাদানি-রফতানিকারক সমিতির দ্বন্দ্বে ছয় দিন ধরে পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। ধর্মঘটের কারণে অচল হয়ে পড়েছে গোবড়াকুড়া ও কড়ইতলী দুটি কয়লা এবং শুল্ক বন্দরসহ সব ব্যবসা-বাণিজ্য। বেকার হয়ে পড়েছে প্রায় ১১শ আমদানিকারক ও ১৫ হাজার শ্রমিক। বাস, ট্রাক ও অটোরিকশা চলাচল ... গাজীপুরে থাকি হালুয়াঘাটে বাড়ি Profiles | Facebook https://en-gb.facebook.com/.../গাজীপুরে-থাকি-হালুয়াঘাটে... View the profiles of people named গাজীপুরে থাকি হালুয়াঘাটে বাড়ি on Facebook. Join Facebook to connect with গাজীপুরে থাকি হালুয়াঘাটে বাড়ি and others... গাজীপুরে থাকি হালুয়াঘাটে বাড়ি | Facebook https://en-gb.facebook.com/...হালুয়াঘাটে.../100009081182464 গাজীপুরে থাকি হালুয়াঘাটে বাড়ি is on Facebook. Join Facebook to connect with গাজীপুরে থাকি হালুয়াঘাটে বাড়ি and others you may know. Facebook gives... হালুয়াঘাটে একই পরিবারের ৫ জনকে হত্যা, ১৩ জনের যাবজ্জীবন ... hello-today.com/livenews24/87820 নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের হালুয়াঘাটের গোবিনগর গ্রামে চাঞ্চল্যকর একই পরিবারের ৫জন হত্যা মামলার রায়ে ১০৭ আসামির মধ্যে ১৩ জনকে যাবজ্জীবন, ২ জনকে ১০বছর কারাদণ্ড বাকী ৭৮ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে বিজ্ঞ স্পেশাল জজ এবং জেলা ও দায়রা জজ ড. মোহাম্মদ আমীর উদ্দিন এই রায় ঘোষণা করেন। হালুয়াঘাটে ১ বছর ধরে কয়লা আমদানি বন্ধ | একুশে টেলিভিশন ekushey-tv.com › একুশে সংবাদ › অর্থনীতি ও বানিজ্য ৫ এপ্রিল, ২০১৫ - প্রায় একবছর ধরে কয়লা আমদানী বন্ধ থাকায় বিপাকে পড়েছে ময়মনসিংহের হালুয়াঘাটের গোবরাকুড়া ও কড়ইতলী স্থল বন্দরের কয়লা ব্যবসায়ীরা। একই সাথে কাজের অভাবে মানবেতর দিন কাটাচ্ছে বন্দর শ্রমিকরাও। ভারতে পরিবেশবাদীদের মামলার কারণে এক বছর ধরে বন্ধ আছে এ বন্দরের কয়লা আমদানী কার্যক্রম। কয়লা আমদানী কার্যক্রম ... হালুয়াঘাটে পাঁচজনকে হত্যা: ১৩ জনের যাবজ্জীবন | সারাদেশ | The ... www.ittefaq.com.bd/wholecountry/2015/02/25/15160.html ২৫ ফেব্রুয়ারী, ২০১৫ - ময়মনসিংহের হালুয়াঘাটে পাঁচ জনকে হত্যার ঘটনায় ১৩ জনের যাবজ্জীবন ও দুই জনকে দশ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। হত্যাকাণ্ডের ১৮ বছর পর এ রায় দিয়েছে আদালত। ময়মনসিংহ বিশেষ জজ আদালতের বিচারক আমির উদ্দিন বুধবার এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- হালুয়াঘাটের মানিক, সিরাজুল, রমজান, আবু তাহের, আব্দুস ... হালুয়াঘাটে পাঁচ খুনের দায়ে ১৩ জনের যাবজ্জীবন | শেষ পাতা ... www.ittefaq.com.bd/print-edition/last-page/2015/02/26/34264.html ২৬ ফেব্রুয়ারী, ২০১৫ - ময়মনসিংহের হালুয়াঘাটে পাঁচ খুনের দায়ে ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিচারক ড. মুহাম্মদ আমির উদ্দিন এই আদেশ দেন। এ মামলায় আরো দুজনকে দশ বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়। মামলার বিবরণে প্রকাশ, ১৯৯৭ সালের ২০ এপ্রিল হালুয়াঘাট উপজেলার গরুহাটা গোপিনগর ... হালুয়াঘাটে কড়ইতলী-গোবরাকুড়া স্থলবন্দর চালু ৪ ... - বজ্রশক্তি www.bajroshakti.com/হালুয়াঘাটে-কড়ইতলী-গোবরাক/ হালুয়াঘাট প্রতিনিধি, ময়মনসিংহ: দীর্ঘ ১ বৎসর ৪ দিন অপেক্ষার পর কড়ইতলী-গোবরাকুড়া স্থলবন্দর চালু হয়েছে। মঙ্গলবার বিকাল আনুমানিক ৪ টার সময় কড়ইতলী স্থলবন্দরে সোহেল শিরিন এন্টারপ্রাইজের কয়লা ভর্তি একটি গাড়ি প্রবেশের মধ্য দিয়ে উক্ত বন্দরের পুনরায় যাত্রা শুরু হয়। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে দুটি বন্দর পুনরায় চালু হওয়ায় ... হালুয়াঘাটে নও-মুসলিমদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান - বজ্রশক্তি www.bajroshakti.com/হালুয়াঘাটে-নও-মুসলিমদের/ ভ্রাম্যমাণ প্রতিনিধি, হালুয়াঘাট, ময়মনসিংহ: ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে নও-মুসলিমদের এক মিলন মেলার মধ্য দিয়ে হালুয়াঘাট উপজেলা চত্বরে ঈদ- পুনর্মিলনী অনুষ্ঠান উদ্যাপন করা হয়। এছাড়া ঈদ-উল-আযহার ২য় দিনে ৪টি গরু কোরবানি করে গোশত বিতরণ করা হয় আগত নর-নারী নও-মুসলিমসহ দুঃস্থ গরীব লোকজনদের মাঝে। গোশত বিতরণ ... হালুয়াঘাটে ফের দুর্ধর্ষ ভাংচুরের ঘটনা পরিবেশ উত্তপ্ত www.aporadhshongbad.com/index.php?page=news&id=7684 ... মাহবুবুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষনা করেন। অপরদিকে পরিবহন ধর্মঘটের প্রতিবাদে ধর্মঘট প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করে আমদানীকারক সমিতির নেতৃবৃন্দ। এদিকে পরিবহন ধর্মঘট চলমান থাকা অবস্থায় বৃহষ্পতিবার ভোর রাতে আরেকটি লোম হর্ষক দুর্ধর্ষ ভাংচুরের ঘটনায় হালুয়াঘাটে থমথমে পরিবেশ বিরাজ করছে। Daily Manab Zamin | হালুয়াঘাটে গারো কিশোরী ধর্ষণ mzamin.com/details.php?mzamin=Njk3ODM=&s=OQ== ৩১ মার্চ, ২০১৫ - মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে সংড়া গ্রামে দুলু মিয়ার পুত্র মো. সুমন মিয়া (২৫) ২৮শে মার্চ কিশোরীর নিজ সাকিনস্থ ঝিনাগাইতীর বাকাকুড়া গ্রাম হইতে ফুসলিয়ে মোটরসাইকেলযোগে হালুয়াঘাটে নিয়ে আসে। পরে পলাশতলা গ্রামে বারেক মিয়ার আকাশী বাগানের ভিতরে পরিত্যক্ত মাটির ঘরে রেখে তাকে রাতভর ধর্ষণ করে পালিয়ে যায়। হালুয়াঘাটে অস্ত্র সহ একজন আটক | শেরপুর টাইমস sherpurtimes.com/হালুয়াঘাটে-অস্ত্র-সহ-একজ/ হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিবেদকঃ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় একটি ইউ এস এ'র ৭.৬৫ এম এম পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি ১০০সি.সি লিফান মটরসাইকেল সহ একজন অস্ত্র ব্যবসায়ী আটক হয়েছে। এ ঘটনায় শুক্রবার হালুয়াঘাট থানায় অস্ত্র মামলা রুজু হয়। মামলা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার আনুমানিক সাড়ে চারটার সময় সীমান্তবর্তী আইলাতলি ... হালুয়াঘাটে গভীর রাতে ৩টি দোকান ভাঙচুর, মালামাল লুট www.bhorerkagoj.net/print-edition/2015/05/03/30785.php হালুয়াঘাটে গভীর রাতে ৩টি দোকান ভাঙচুর, মালামাল লুট. রবিবার, ৩ মে ২০১৫. হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : উপজেলায় গত বুধবার গভীর রাতে একই মালিকের ৩টি দোকান ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার ভোরে কে বা কারা জেলা পরিষদ ডাকবাংলোর সামনে জেলা মোটর মালিক সমিতির কার্যকরী কমিটির সদস্য ও হালুয়াঘাট মালিক ... Tag Archives: হালুয়াঘাটে - দৈনিক ময়মনসিংহ বার্তা www.mymensinghbarta.com/?tag=হালুয়াঘাটে ২৭ এপ্রিল, ২০১৫ - প্রদীপ বিশ্বাস : ময়মনসিংহের হালুয়াঘাটে প্রাক্তন উপজেলা চেয়ারম্যান আলী আজগরের নির্দেশে মিনি বাস ভাংচুর, লুট, ওসি প্রত্যাহারের দাবীতে আজ সোমবার ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির উদ্যোগে ময়মনসিংহ প্রেসক্লাবে জিলা মটর […] Continue Reading. তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো; হালুয়াঘাট উপজেলা সাংস্কৃতিক সমীক্ষা প্রতিবেদন ২০০৭।
Previous
Next Post »
Powered By Blogger