মুক্তাগাছায় শ্রমিকের লাশ উদ্ধার


মনোনেশ দাস,25 may, monday, 2015 : মুক্তাগাছায় শ্রমিকের লাশ উদ্ধার G ময়মনসিংহে মুক্তাগাছায় নবাব আলী (২৮) নামের এক পরিবহণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে মুক্তাগাছা থানা পুলিশ । গতকাল রবিবার বিকালে কুমারগাতা ইউনিয়নের সমিতিঘর এলাকায় তার লাশ পাওয়া যায় । পুলিশ ও স্থানীয়দের ধারনা , চলন্ত গাড়ি থেকে পড়ে তার মৃত্যু হয়েছে । জানা যায়, শেরপুর জেলার শ্রীবর্দি উপজেলার বাসিন্দা আব্দুল আওয়ালের পুত্র নবাব আলী জামালপুর – ঢাকা রোডে চলাচলরত বৈশাখি পরিবহনের শ্রমিক ছিলেন । লাশ ময়না তদন্ত শেষে বাড়িতে নেয়া হয়েছে । থানায় মামলা হয়েছে ।
Previous
Next Post »
Powered By Blogger