
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহে ঈশ্বরগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী পুলিশের গুলিতে নিহত রফিকুল ইসলাম খোকন বন্ধু, সাবেক এমপি আব্দুস সাত্তার এর পিএ, সাইদুল গনী ভুঁইয়া রুমন এখন ইয়াবার রাজা । ঈশ্বরগঞ্জে খোকন নিহত হওয়ার পর তার মাদক ব্যবসা নিয়ন্ত্রন করে এখন রুমন । নিহত খোকনের একটি গোপন সূত্র জানায়, বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলে প্রায় ৫০টি ইয়াবার এজেন্ট রয়েছে । সবগুলোর নিয়ন্ত্রন এখন রুমনের হাতে । কেউ তার কাজে বাধা দিতে চাইলে তার মাথায় পিস্তল ঠেকিয়ে প্রানে মারার হুমকি দেয়, এমন অভিযোগের সংখ্যাও কম নয় । নিহত খোকনের ইয়াবা বিক্রির ১ কোটি টাকা বাকির সন্ধান জানত একমাত্র রুমন । খোকন নিহত হওয়ার পর এই বাকি টাকা সেই তুলে নিয়েছে, এমন কথাও লোকমুখে শুনা যাচ্ছে । এলাকাবাসী জানায়, মাদকের ব্যবসা করে রুমন এখন কোটিপতি ।
উপজেলার মাইজভাগ ইউনিয়নের হারুয়া বাজার এলাকায় ১২ মামলার আসামী আজিজুল হকের সাথে রয়েছে তার গোপন সম্পর্ক । এই সম্পর্কেই আজিজুল হক রুমনকে লাখ লাখ টাকা দেয় ।
হারুয়া বাজার এলাকায় অনেকেই জানিয়েছে, রুমন নাকি আজিজুল হককে ইয়াবার ব্যবসায় জড়িয়েছে । আর এই ব্যবসার সুত্র ধরেই তার সাথে গভীর সম্পর্ক । তার মাদক ব্যবসার বাহিরে যারা মাদক বিক্রি করে তাদের কাছ থেকে প্রশাসনের নাম করে মাসের পর মাস তাদের কাছ থেকে আদায় করছে মাসোহারা। কেউ টাকা দিতে না চাইলে পুলিশের কাছে ধরিয়ে দিবে বলে হুমকি দেয় । সে নাকি হারুয়া এলাকাতেও থানা পুলিশের নাম করে ব্যাপক চাঁদাবাজি করে আসছে । সোহাগী এলাকার মজনু জানায়, রুমনের সাথে এক নামধারী সাংবাদিক তার মাদক ব্যবসায় সহযোগিতা করে । ইতিপূর্বে হারুয়া বাজার এলাকাবাসী নামধারী সাংবাদিককে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি দেয়ার চেষ্টা করে । কিন্তু সে রুমনের সহযোগিতায় ছুটে আসে ।
একটি গোপন সূত্রে জানাযায়, সোহাগী রেলস্টেশনে জাম গাছের নিচে হেকিমের চায়ের দোকানে প্রতিনিয়ত বিক্রি হচ্ছে ইয়াবা । আর তাকে ইয়াবা দিচ্ছে রুমন। এদিকে ঈশ্বরগঞ্জ থানার সাবেক ওসি আক্তারুজ্জামানকে ঈশ্বরগঞ্জবাসী অনেকেই আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন । অনেকেই বলেছেন ওসি আক্তারুজ্জামান নাকি মাদকের বিরোধী ছিল । শীর্ষ মাদক ব্যবসায়ী খোকনকে অস্র ও বিপুল মাদকসহ আটক করলে খোকনের বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে । পরে মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের বন্ধুক যুদ্ধে নিহত হয় খোকন ।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানিয়েছে, রুমন নাকি খোকনকে অস্র দিয়েছিল । সোহাগী এলাকাবাসী প্রশাসনের কাছে দাবী নিরপেক্ষ ভাবে তদন্ত করলে সত্য ঘটনা বেড়িয়ে আসবে ।
EmoticonEmoticon